বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী বিদেশী অস্ত্র, গুলিসহ র্যাবের হাতে আটক সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা দেলোয়ার হোসেন ওরফে দেলু তালুকদারের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে কৃষ্ণপুর বাজারে এ কমসূচি পালন করে সর্বস্তরের জনগন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রব ফকির, সরোয়ার মোল্যা, মোকসেদ সেক, শুকুর বেপারী, ফজলু মাষ্টার, কুদ্দুস মাষ্টার, ইসমাইল মাতুব্বর, আওলাদ মুন্সী, রতন মাতুব্বর, মোসলেম মাষ্টার প্রমুখ। এসময় বক্তারা বলেন, দুর্ধর্ষ সন্ত্রাসী দেলু তালুকদারকে গ্রেফতার করায় এ অঞ্চলের মানুষ এখন শান্তিতে বসবাস করবে। দেলু তালুকদারের আটকের খবরে এলাকার অনেকেই মিষ্টি বিতরন করেছেন। দীর্ঘদিন পর এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
এই দুর্ধর্ষ সন্ত্রাসী যাতে আইনের ফাঁক গলিয়ে বের হতে না পারেন সেজন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়। বক্তারা আরো বলেন, দেলু তালুকদার ও তার সহযোগীদের সন্ত্রাসী কর্মকান্ডে স্থানীয়রা ছিল দিশেহারা। ব্যবসায়ী থেকে শুরু করে স্কুল শিক্ষক কেউই তার কবল থেকে রক্ষা পায়নি। সাম্প্রতিক সময়ে দেলু তালুকদারের নেতৃত্বে একটি বাহিনী এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছিল। প্রতিদিনই সে বাহিনীর সদস্যরা গ্রামের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে বাড়ী ভাংচুর ও লুটপাট চালাতো। ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা হবার কারনে দেলু তালুকদারের ভয়ে কেউই মুখ খুলতে সাহস পেতোনা। র্যাব কতৃক আটক হবার পর মুখ খুলতে শুরু করে এলাকার নির্যাতিত মানুষ গুলো। গত সোমবার রাতে ফরিদপুর র্যাব-৮ এর সদস্যরা দেলু তালুকদারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তর থেকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে অস্ত্র ও গুলির সন্ধান পায় র্যাব। দেলু তালুকদারের বাড়ীতে অভিযান চালিয়ে র্যাব একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন উদ্ধার করে।
আটক দেলু তালুকদারকে পরে সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফরিদপুর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছউদ্দিন জানান, ফরিদপুরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী দেলু তালুকদার। তার বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজী ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। শীর্ষ সন্ত্রাসী দেলু তালুকদার আইন শৃংখলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। তার সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসী ছিল অতিষ্ঠ। আটক দেলু তালুকদারের বিরুদ্ধে সদরপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আটককৃত দেলোয়ার হোসেন ওরফে দেলু তালুকদার কৃষ্ণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
বাংলা৭১নিউজ/জেএস