বাংলা৭১নিউজ, কক্সবাজার ব্যুরো : কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর সন্ত্রাসপ্রবণ কালারমারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ে র্যাব অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে বলে জানাগেছে।
ওই কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ ২০টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার মধ্যরাতে র্যাব অভিযান চালিয়ে দুইজন অস্ত্র তৈরির কারিগরকেও গ্রেপ্তার করে। এরা হলো মো. আবদুল হাকিম (৩৮) ও মো. শহিদ উল্লাহ (৩১)।
র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব-৭) কক্সবাজার কোম্পানি অধিনায়ক এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র মতে, শনিবার দিনগত মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয়।
বাংলা৭১নিউজ/জেএস