খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম (কেডিজেএফ), ঢাকার বিশেষ সাধারণ সভায় বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই দেশ ও জনগণের স্বার্থে সতর্কতার সাথে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে।
আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী আব্দুল হান্নান। বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সহ-সভাপতি মধুসূদন মণ্ডল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, নিউজ২৪ টিভির নির্বাহী সম্পাদক রাহুল রাহা, মাছরাঙা টিডির বার্তাপ্রধান রেজওয়ানুল হক রাজা, সিনিয়র সাংবাদিক আশীষ কুমার দে, একাত্তর টিভির নাদিয়া শারমিন প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিজয়ী খুলনা বিভাগের তিনজনকে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন সভাপতি মোরসালিন নোমানী, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ ও কার্যনির্বাহী সদস্য এস এম মুস্তাফিজুর রহমান সুমন। এছাড়া জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
সভায় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসনামলে সাংবাদিকদের কল্যাণে বহুমুখী কাজ করেছেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করে সেখানে অনুদান দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই কর্মযজ্ঞে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় বর্তমান কমিটির মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত এবং এই সময়ের নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ