রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পেট্রোবাংলার চেয়ারম্যান পদে রেজানুর রহমানের যোগদান সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া : প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক স্ত্রীসহ তাপসের ৮০ কোটির সম্পদ, ৬১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন সৌদিতে ১৯ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার শেখ রেহানার ছোট মেয়ে আজমিনাও ফ্ল্যাট উপহার নিয়ে বিতর্কে ইউরোপিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থী হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড জনগণের ঐক্য আরও সংহত করে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: ড. কামাল অল্প সময়ের জন্য এসেছি, ফুটপ্রিন্ট রেখে যেতে চাই: সালেহউদ্দিন আহমেদ তারেক রহমানে দেশে ফিরতে অল্প কিছুদিন লাগবে: সালাহউদ্দিন কোস্টগার্ডকে দেখে পালানোর চেষ্টা, আটক ৩ ‘তালাক’ না দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ভারতকে উড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া সীমান্তে নতুন ভাসমান চৌকি বসিয়েছে ভারত ‘দেশ পুনর্গঠনে ভিডিপি সদস্যদের প্রকৃত স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে হবে’ ১১ দিন পর খুলে দেওয়া হলো সচিবালয়ের আগুন লাগা ভবন প্রাথমিক শিক্ষার ২৬৩ কোটি টাকা ব্যয়ে দুর্নীতি : দুদকের অভিযান ভয়ঙ্কর ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, কয়েক রাজ্যে জরুরি অবস্থা ঢাকায় ২০০৮ সালের বিধি অনুযায়ী ভবন নির্মাণের অনুমতি দেওয়ার দাবি ১৭ দিন পর হাইকোর্টের নিয়মিত কার্যক্রম শুরু

অর্থ মন্ত্রণালয়ের নথি চুরি করেছে চীনা হ্যাকার: যুক্তরাষ্ট্র

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১১ বার পড়া হয়েছে

চীনের ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকাররা’ মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সিস্টেমে ঢুকে কর্মীদের ওয়ার্কস্টেশন ও কিছু অগোপনীয় নথি হাতিয়ে নিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বের) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে এ ঘটনা ঘটলেও অর্থ মন্ত্রণালয় আইনপ্রণেতাদের ঘটনাটি সম্পর্কে জানাতে একটি চিঠি দেওয়ার পর সোমবার (৩০ ডিসেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে।

এই হ্যাকিংকে ‘বড় ঘটনা’ হিসেবে বর্ণনা করে মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, এ ঘটনার প্রভাব তদন্তে তারা এফবিআই ও অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসিকে বলেন, বিয়ন্ডট্রাস্ট ৮ ডিসেম্বর হ্যাকিংয়ের আশঙ্কার কথা জানিয়ে অর্থ মন্ত্রণালয়কে সতর্ক করেছিল। কোম্পানিটির মতে, ২ ডিসেম্বর তারা প্রথম সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। তবে এর তিনদিন পর কোম্পানিটি বুঝতে পারে যে তাদের হ্যাক করা হয়েছে।

ওই মুখপাত্র আরো বলেন, হ্যাকার গোষ্ঠী অর্থ মন্ত্রণালয়ের অনেক কর্মীর কর্মক্ষেত্র ও তাদের কাছে রাখা গোপন নয়, এমন নির্দিষ্ট কিছু নথিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে। তবে কোন নথি হ্যাকারদের হাতে পড়েছে ও কত সময় ধরে হ্যাকিং হয়েছে, তা জানায়নি মন্ত্রণালয়।

মার্কিন অর্থ মন্ত্রণালয় আইনপ্রণেতাদের কাছে পাঠানো চিঠিতে বলেছে, চীনভিত্তিক ওই হ্যাকার গোষ্ঠী অফিসের বাইরের পরিষেবা প্রদানকারীদের ব্যবহার করে মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করতে সক্ষম হয়েছে। এই সিস্টেম ব্যবহার করে কর্মীরা অফিসের বাইরে থেকে মন্ত্রণালয়ের সিস্টেমে ঢুকে কাজ করতে পারেন।

মার্কিন কর্মকর্তারা বলেন, হ্যাকিংয়ের পর থেকে বিয়ন্ডট্রাস্ট নামের ওই পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এরপর মন্ত্রণালয়ের সিস্টেমে হ্যাকারদের প্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মার্কিন কর্মকর্তারা বলেন, চীনের রাষ্ট্রীয় মদদপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী (এপিটি) এ ঘটনা ঘটিয়েছে বলে এখন পর্যন্ত পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে মনে হচ্ছে।

অর্থ মন্ত্রণালয় চিঠিতে আইনপ্রণেতাদের লিখেছে, “অর্থ মন্ত্রণালয়ের নীতি অনুসারে, অনুপ্রবেশের জন্য দায়ী এপিটি (অ্যাডভান্সড পারসিসটেন্ট থ্রেট) ‘বড় সাইবার নিরাপত্তা হুমকি’ হিসেবে বিবেচনা করা হয়।”

গোয়েন্দাদের মতে, হ্যাকাররা তথ্য সংগ্রহের চেষ্টা করেছে বলে মনে করা হচ্ছে, অর্থ চুরির উদ্দেশ্যে নয়।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনার বিষয়ে একটি পরিপূরক প্রতিবেদন ৩০ দিনের মধ্যে আইনপ্রণেতাদের কাছে সরবরাহ করা হবে। 

এদিকে, যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত চীনা দূতাবাস। চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বিবিসিকে বলেন, “কোনো ভিত্তি ছাড়াই কাদা–ছোড়াছুড়ির অংশ হিসেবে এই অভিযোগ করা হয়েছে।

 আমরা আশা করি, সংশ্লিষ্ট পক্ষগুলো সাইবার ঘটনাগুলোকে চিহ্নিত করার সময় একটি পেশাদার এবং দায়িত্বশীল মনোভাব দেখাবে; ভিত্তিহীন অনুমান বা অভিযোগের পরিবর্তে পর্যাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে তারা সিদ্ধান্তে উপনীত হবে।”

“সাইবার নিরাপত্তা প্রশ্নে চীনকে নিয়ে বদনাম ও মানহানিকর বক্তব্য দেওয়া যুক্তরাষ্ট্রকে বন্ধ করতে হবে। কথিত চীনা হ্যাকিং হুমকি সম্পর্কে সব ধরনের ভুল তথ্য ছড়ানো বন্ধ করতে হবে।”

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বড় ধরনের হ্যাকিংয়ের জন্য চীনা হ্যাকারদের দায়ী করার এটিই সবশেষ ঘটনা।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com