মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ ‘পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ’ বাংলাদেশ আর কোনো নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না অবশেষে পদত্যাগের ঘোষণা জাস্টিন ট্রুডোর অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ জুলাই অভ্যুত্থান নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণে সহযোগিতা করবে সরকার এবার ভারতে দুই শিশুর শরীরে মিললো এইচএমপিভি চারদিনে রেমিট্যান্স এলো ২৭৬৫ কোটি টাকা বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার করতে হবে বেপজাকে: প্রধান উপদেষ্টা মেক্সিকোতে পানশালায় বন্দুক হামলা, নিহত ৫ সাবেক এমপি মোস্তাফিজুর ও তার স্ত্রীর নামে দুর্নীতির ২ মামলা খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক ঘরে ফিরেই জ্বলে উঠেছে সিলেট বৃহস্পতিবার থেকে ফের শৈত্যপ্রবাহের সম্ভাবনা ডিজিটাল কোর্ট করে দেননি কেন? পলককে বিচারকের প্রশ্ন কোন ডিবি সাধারণ পোশাক পরে আসামি গ্রেপ্তার করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস জিতলেন যারা গাজীপুরে আজও সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান স্কুল-কলেজের শিক্ষকদের নির্বাচনে সুযোগ দেওয়া যেতে পারে

অভিশংসিত প্রেসিডেন্ট ইউনকে গ্রেপ্তার নিয়ে নাটকীয় পরিস্থিতি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

দক্ষিণ কোরিয়ার সাময়িক বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে দেশটির তদন্তকারীরা গ্রেপ্তারের চেষ্টা চালানোয় সিউলে ফের রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। তবে কয়েক ঘণ্টার নাটকীয় পরিস্থিতির পর ইউনকে গ্রেপ্তারের সিদ্ধান্ত থেকে পিছু হটে দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসি ও আল জাজিরার।  

চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির আদালত ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইউনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন এবং বিদ্রোহ উসকে দিয়েছেন।

এসব অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য ইউনের বিরুদ্ধে সমন জারি করা হলেও তিনি তদন্ত কর্মকর্তাদের সামনে হাজির হতে বারবার অস্বীকৃতি জানিয়েছেন। যার কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

তবে শেষমেশ শুক্রবার (৩ জানুয়ারি) দেশটির তদন্তকারীরা বলেন, তারা ইউনকে গ্রেপ্তারের সিদ্ধান্ত স্থগিত করেছেন।

দেশটির দুর্নীতিবিরোধী করাপশন ইনভেস্টিগেশন অফিস (সিআইও) এক বিবৃতিতে বলেছে, আজ গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার বিষয়ে, এটি নির্ধারিত হয়েছে যে চলমান অচলাবস্থার কারণে গ্রেপ্তার কার্যকর করা অসম্ভব ছিল। 

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে ইউনের কার্যালয়ে হাজির হয় তদন্তকারী কর্মকর্তারা। সিউলের স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টায় ৬৪ বছর বয়সী ইউনকে গ্রেপ্তারের তৎপরতা শুরু করেন তারা। 

স্থানীয় সংবাদমাধ্যম ইয়োনহাপ জানায়, এই টিমে ১২০ জন পুলিশ সদস্য এবং সিআইও- এর ৩০ জন কর্মকর্তা ছিলেন। এর মধ্যে ৮০ জন প্রেসিডেন্টের বাসভবনের মূল কম্পাউন্ডে প্রবেশ করেন এবং বাকি সদস্যরা বাইরে পাহারায় ছিলেন। 

তবে গ্রেপ্তার ঠেকাতে তদন্ত দলটিকে বাধা দেওয়া শুরু করে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী। তারা এর আগেও ইউনের অফিস এবং বাসভবনে তল্লাশি চালানোর প্রচেষ্টা আটকে দিয়েছিল। শেষমেশ ইউনকে গ্রেপ্তারের সিদ্ধান্ত থেকে পিছু হটে সিআইও। 

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com