বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চেতনানাশক খাইয়ে সাতজনকে হত্যা করেন জাহাজের লস্কর: র‌্যাব চিকিৎসকদের আরও বেশি মানবিক হতে হবে: ডা. শফিকুর রহমান কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা কাকরাইল চার্চে দেশ-জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় প্রার্থনা রূপালী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল ইসলাম কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সভা কোনাবাড়িতে ৩ বাড়ির ৫৭ কক্ষে আগুন সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার: আসিফ মাহমুদ জাহাজে সাত খুন: বাগেরহাট থেকে ইরফান গ্রেফতার মোজাম্বিকে তিন শতাধিক বাংলাদেশির দোকান লুটপাট শুভ বড়দিন আজ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫ চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেটা নিজের মধ্যে স্থাপন করতে হবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর জেলখানায় হত্যা: শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল কর্ণফুলীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ

কীর্তনখোলা ১০ লঞ্চে বরিশালে পৌঁছাল যাত্রীরা

বরিশাল প্রতিনিধি:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ঢাকা থেকে বরিশালগামী সুরভী ৭ লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেড সংঘর্ষের ঘটনার পর কীর্তনখোলা ১০ লঞ্চ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে বরিশালে নিয়ে এসেছে।

বৃহস্পতিবার সকাল ৯ টা ৪৫ মিনিটে কীর্তনখোলা ১০ লঞ্চটি বরিশাল নদীবন্দরে এসে পৌঁছায়। এর আগে ঘটনাস্থলে গিয়ে রাত ৩টায় যাত্রীদের উদ্ধার করে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয় লঞ্চটি।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও বরিশাল নদীবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সকালে উদ্ধারকৃত ৫শ যাত্রী নিয়ে বরিশাল নদী বন্দরে কীর্তনখোলা ১০ লঞ্চটি নোঙর করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, বর্তমানে  সুরভী ৭ লঞ্চটি ঘটনাস্থলেই আছে। ঘটনাটি ঢাকা জোনের মধ্যে হওয়াতে এ ঘটনায় ঢাকার বন্দর কর্মকর্তা তাদের মতো ব্যবস্থা নিবে। যদিও শোনা যাচ্ছে বাল্কহেডের একজন শ্রমিক নিখোজ আছে।

সুরভী ৭ লঞ্চের যাত্রী প্রকৌশলী মোসাদ্দেক হাসিব বলেন, বাল্কহেডটির কোনো লাইট জ্বলছিল না। দ্রুত গতিতে চলা সুরভি ৭-এর সঙ্গে প্রথমে বাল্কহেডটির সংঘর্ষ হয়। বিষয়টি খেয়াল না করে মানামি লঞ্চ সুরভীকে ওভারটেক করে উঠতে গিয়ে মানামির সঙ্গেও বাল্কহেডটি ধাক্কা লাগে। মানামির পাশে আরও একটি বাল্কহেড ছিল, সেটিতে অল্পের জন্য ধাক্কা লাগেনি। দুই বাল্কহেডের মাঝখান থেকে দ্রুতগামীর মানািম বের হয়ে গেছে।  

আর সুরভীর পেছনে ছিল পারাবাত ১৮। অল্পের জন্য সুরভী লঞ্চে ধাক্কা লাগেনি পারাবাতের। মাত্র ৮ ফুটের মত দুরুত্ব ছিল। মূলত মানামি, সুরভী ও পারাবাত লঞ্চ নদীতে প্রতিযোগিতার মত লঞ্চ চালাচ্ছিল। পুরো দোষ বাল্কহেডের থাকলেও এমনভাবে লঞ্চ চালানোটাও উচিদ নয়।

সুরভী ৭ লঞ্চের মালিক রিয়াজুল কবির বলেন, অবৈধভাবে রাতে বাল্কহেড চালিয়ে নেয়া হচ্ছিল। সেটি লঞ্চকে ধাক্কা দিয়েছে। এতে লঞ্চের সামনের দিকের অংশ ফেটে গেছে। যাত্রীদের নিরাপদে কীর্তনখোলা ১০ লঞ্চ বরিশালে পৌছে দিয়েছে।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক জানান, বালুবাহী বাল্কহেডটি ঢাকার ডেমরার দিকে আসছিল। লঞ্চের সঙ্গে সংর্ঘের পর এটি ৬ শ্রমিক নিয়ে ডুবে যায়। তাদের মধ্যে ৫ জন শ্রমিককে জীবিত পাওয়া গেলেও একজন নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিস নিখোঁজ শ্রমিককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, বুধবার রাত ১১টায় মুন্সীগঞ্জ এলাকার ধলেশ্বরী নদীতে ঢাকা থেকে বরিশালগামী সুরভী ৭ লঞ্চ ও বাল্কহেড সংঘর্ষের ঘটনা ঘটলে বাল্কহেডটি ডুবে যায়।

বাংলা৭১নিউজ/এসএফ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com