পৃথিবীর একসময়ের বৃহত্তম আইসবার্গ এ৬৮ আর নেই। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আইস সেন্টার জানিয়েছে, স্যাটেলাইটে দেখা গেছে এই মেগা-বার্গটি এখন গলে অগণিত ছোট ছোট টুকরোয় বিভক্ত হয়ে গেছে। এখন আর এটা অনুসরণ করা মূল্যহীন। রবিবার (১৮ এপ্রিল) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
২০১৭ সালে এন্টারটিকা পেনিনসুলার লারসেন সি আইস শেলফ থেকে ভেঙে আইসবার্গে পরিণত হয় এ৬৮। তখন এর আয়তন ছিল ছয় হাজার বর্গকিলোমিটার। এই আয়তন একটি ছোটোখাটো দেশের সমান। উদাহরণ হিসেবে বলা যায়, ওয়েলসের চার ভাগের এক ভাগ হচ্ছে এই আয়তন।
প্রতিবেদনে বলা হয়, আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় একবছর বলতে গেলে নড়াচড়া করেনি এ৬৮। কিন্তু তারপরে এটি প্রবল স্রোত এবং বাতাসে চড়ে ক্রমবর্ধমান গতিতে উত্তরে প্রবাহিত হতে শুরু করে। বিলিয়ন টনের এই বার্গটি দক্ষিণ আটলান্টিকের ব্রিটিশ অঞ্চল দক্ষিণ জর্জিয়ার দিকে যাত্রা করে। এদিকেই বেশিরভাগ বড় আইসবার্গ গলে যায়। তবে এ৬৮ কোনোরকমে সেই দুর্ভাগ্য থেকে বাঁচতে সক্ষম হয়েছিল। এটি দীর্ঘদিন টিকে ছিল।
বাংলা৭১নিউজ/এবি