বিএনপির ডাকা অষ্টম দফার অবরোধ শেষ হচ্ছে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৬টায়। এরপর একই দিন সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে দলটি।
সরকারের পদত্যাগ ও জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে এসব কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি। দলটির সঙ্গে মিল রেখে একই কর্মসূচি দিচ্ছে জামায়াতে ইসলামী।
এ বিষয়ে বুধবার (২৯ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে। এরপর সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।
তিনি দাবি করেন, জীবন বাজি রেখে বিএনপিসহ সমমনা দলগুলোর নেতাকর্মীরা এসব কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
এর আগে গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে বাধা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। গত ৩১ অক্টোবর ভোর ৬টা থেকে প্রথম দফায় সারাদেশে তিনদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু করে বিএনপিসহ সরকারবিরোধী অন্য দলগুলো। পরে কয়েক দফায় ৪৮ ঘণ্টা করে অবরোধের ডাক দেয় দলটি।
বাংলা৭১নিউজ/এসএইচ