বাংলা৭১নিউজ, মমতাজ সুপ্তি, কুমিল্লা উত্তর প্রতিনিধি: কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের অপহরণকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজ শুক্রবার তিতাস উজেলার বাতাকন্দিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলের নেতৃত্ব দেন কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এবং ইউপি চেয়ারম্যান মোঃ নুরনবি। মিছিলে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি উপজেলার বাতাকান্দি বাজার থেকে সড়ক পথে কালাই গোবিন্দপুর গিয়ে শেষ হয়েছে। পরে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তাদের প্রানপ্রিয় নেতা পারভেজ হোসেন সরকারের আপহরণকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
উল্লেখ, গত ২৭ জুলাই দুপুরে ঢাকার ধানমন্ডির ২৭ নম্বর রোডের ৩০ নম্বর বাসার সামনে থেকে ৫/৬জনের একটি সন্ত্রাসী দল পিস্তল ঠেকিয়ে জোর করে পারভেজ হোসেনকে তুলে নিয়ে যায়। তখন তিনি জুম্মার নামাজ শেষে বাসায় ফিরছিলেন। ওইদিনই রাত ১০টার দিকে পারভেজকে উদ্ধার করা হয়েছে। হোসেনের। তাৎক্ষনিক কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা আচ করতে পেরে অপহরণকারীরা পারভেজ হোসেনকে বারিধারপার কোন এক স্থানে নামিয়ে দিয়ে যায়। তবে সন্ত্রাসীরা ৩০০ টাকা দামের স্ট্যাম্পে পারভেজ হোসেনের কাছ থেকে সই নিয়েছে বলে অপহৃত জানান।
বাংলা৭১নিউজ/জেএস