সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি রাব্বী হত্যা মামলায় ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

অপরিকল্পিত নগরায়ণ জলবায়ু বিপর্যয়ের ভয়াবহতা বাড়াচ্ছে

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১ বার পড়া হয়েছে

২০৩০ সাল নাগাদ বিশ্ববাসীর দুই-তৃতীয়াংশ বিভিন্ন বড় বড় নগর বা শহরে বাস করবে। অর্থাৎ পুরো মানবগোষ্ঠী নগরায়িত হয়ে উঠবে। বাংলাদেশ জলবায়ু বিপর্যয়ের প্রভাবে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। অপরিকল্পিত নগরায়ণ জলবায়ু বিপর্যয়ের ভয়াবহতা বাড়িয়ে দিয়েছে বহুগুণে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় ইকোসিটি স্যাটেলাইট কনফারেন্স-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন।

তারা বলেন, অপরিকল্পিত দ্রুত নগরায়ন ও শিল্পায়নের মানুষ শহরমুখী হচ্ছে। যান্ত্রিক যানবাহনের ধোঁয়া, শিল্প-কারখানার ধোঁয়া, কলকারখানার বর্জ্য, আবাসিক বর্জ্য পরিবেশকে দূষিত করে চলেছে প্রতিনিয়ত। মোট কার্বন নিঃসরণের ৮০ শতাংশই করে থাকে নগরগুলো। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বেড়ে যাচ্ছে। সেই সঙ্গে বাড়ছে সড়ক দুর্ঘটনা, যানজট, শব্দ দূষণ, বায়ু দূষণের ভয়াবহতা। সমগ্র বিশ্ব এখন গাড়ি নিয়ন্ত্রণ, টেকসই উন্নয়ন, অন্তর্ভুক্তিতা, সামাজিক সমতার দিকে জোরারোপ করছে। সেখানে বাংলাদেশ ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ের মতো বড় বড় প্রকল্পকে প্রাধান্য দিচ্ছে। এগুলো আপাত দৃষ্টিতে উন্নয়ন মনে হলেও আমরা পরিবেশ দূষণ ও জলবায়ু বিপর্যয় বিবেচনায় অনেক বড় ঝুঁকিতে দাঁড়িয়ে আছি। নেপালেও এখন দ্রুত নগরায়ন হচ্ছে। নেপালের যে প্রাকৃতিক সম্পদ আছে সেটিকে প্রাধান্য দিয়ে নগর পরিকল্পনা গ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়।

নেপালের সেন্টার ফর ডিজাস্টার স্টাডিজের ডেপুটি ডিরেক্টর প্রফেসর ড. সঙ্গীতা সিংয়ের সভাপতিত্বে ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা নাঈমা আকতারের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, নেপালের ধুলিখেল মিউনিসিপাল সিটির মেয়র অশোক ব্যানজু এবং হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডার আঞ্চলিক পরিচালক দেবরা ইফরইমসন। এছাড়া ইকোসিটি বিল্ডার্সের নির্বাহী পরিচালক একটি ভিডিও বার্তা পাঠান।

হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডার আঞ্চলিক পরিচালক এবং ইকোসিটি স্যাটেলাইট কনফারেন্সের সহ-আহ্বায়ক দেবরা ইফরইমসন বলেন, জলবায়ু বিপর্যয়ের ভয়াবহতা এবং এক্ষেত্রে নগরায়নে সঙ্গে এর সম্পর্ক বিবেচনায় এ বছর ইকোসিটি স্যাটেলাইট কনফারেন্স-২০২১ এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বায়ো ডাইভারসিটি: অ্যাড্রেসিং এনভায়রনমেন্ট ডিজাস্টার থোরু হেলদিয়ার সিটি’।

দুইদিনব্যাপী এ সম্মেলনে নগর পরিকল্পনা, সবুজায়ন, নগরকৃষি, খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য, উন্মুক্ত গণপরিসর, অন্তর্ভুক্তিতা হেঁটে ও সাইকেলে যাতায়াত সর্বোপরি অযান্ত্রিক যানের ব্যবহার বৃদ্ধি, অর্থাৎ বসবাসযোগ্য নগরী বা ইকোসিটি নিশ্চিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমাদের কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সে বিষয়ে সুপারিশ প্রণয়ন ও পরবর্তী ধাপে অ্যাডভোকেসি করা হবে।

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, বাংলাদেশ কার্বন নিঃসরণ করে খুবই কম কিন্তু যেসব দেশ জলবায়ু বিপর্যয়ের জন্য ঝুঁকিতে আছে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। বিশেষত আমাদের দেশের উপকূলীয় এলাকার প্রান্তিক মানুষগুলো নদী ভাঙন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, লবণাক্ততা বৃদ্ধি, জলোচ্ছ্বাস, টর্নেডো, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের কারণে চরম ভোগান্তিতে পড়ছে।

আমরা এখন বলছি গ্রাম হবে শহর। শহরে পরিণত করতে গিয়ে গ্রামীণ এলাকার খাল-জলাশয়, উন্মুক্ত স্থান প্রভৃতি হারিয়ে যাক তা আমাদের কাম্য নয়। আমাদের নীতিমালাগুলো এমন হওয়া প্রয়োজন, যাতে শহরগুলোতে মানবসৃষ্ট দূষণ কমে আসে। উন্নয়ন প্রয়োজন, কিন্তু তা পরিবেশ ও প্রকৃতির বিনিময়ে নয়। তিনি সম্মেলনের ঘোষণাপত্র সংসদে উপস্থাপন করবেন বলে জানান।

নেপালের ধুলিখেল মিউনিসিপাল সিটির মেয়র এবং মিউনিসিপাল অ্যাসোসিয়েশন নেপালের প্রেসিডেন্ট অশোক ব্যানজু বলেন, নেপালের প্রাকৃতিক সম্পদ অতুলনীয়। আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে। পানি আমাদের একটি বড় সমস্যা। এ কারণে আমরা একটি বাড়ি একটি নলকূপ এ উদ্যোগ নিয়েছি। পাশাপাশি ধুলিখেল মিউনিসিপালিটিতে কৃষি সম্প্রসারণ, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে উন্নয়ন নিশ্চিতের মাধ্যমে আমরা জনকল্যাণ ও শহরের বসবাসযোগ্যতা নিশ্চিতে কাজ করছি।

নেপালের সেন্টার ফর ডিজাস্টার স্টাডিজের ডেপুটি ডিরেক্টর প্রফেসর ড. সঙ্গীতা সিং সভাপতির বক্তব্যে বলেন, নেপালে নগরায়ন অত্যন্ত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ এশিয়াতে দ্রুত নগরায়নের ক্ষেত্রে নেপাল দ্বিতীয় অবস্থানে আছে। এ কারণে আমাদের প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে নেপাল সরকার এ অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছে। এ কারণে নেপালের নগর পরিকল্পনায় সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিতা, প্রবেশগম্যতা, টেকসই উন্নয়ন এ বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমরা যদি পরিবেশ দূষণ, জলবায়ু বিপর্যয়ের বিষয়ে সতর্ক না হই তবে কোভিডের থেকেও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে আমাদের।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশ, হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডা, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং, ফুলচক ক্যাম্পাস, দিগোবিকাশ ইনস্টিটিউট এবং সোসাইটি অব এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার্স ইন নেপালের সম্মিলিত উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ কনফারেন্সের প্রথম দিনে একটি প্ল্যানারি, একটি বিশেষ সেশন এবং ছয়টি সমান্তরাল সেশনে মোট ১৯টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com