রাজধানীর উত্তরায় একটি গ্যারেজে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হৃদয় (২৩) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ জুন) দুপুর ১২টার দিকে দিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হৃদয়ের স্ত্রী তানজিলা বলেন, আমার স্বামী ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। আজ দিয়াবাড়িতে নাহিদের অটোরিকশা গ্যারেজে রিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতারে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, তাদের বাড়ি বরিশাল জেলায়। বর্তমানে তুরাগ দিয়াবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন তারা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ