মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

জাতীয় শোক দিবসে বিএসএমএমইউতে বিনামূল্যে বিশেষজ্ঞ সেবা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৪ আগস্ট, ২০১৯
  • ৬৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: আগামীকাল ১৫ আগস্ট (বৃহস্পতিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-তে বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষাসহ বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হবে। এ চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করবেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

জানা গেছে, হাসপাতালের বহির্বিভাগে সকাল ৯টা থেকে দুুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক অর্থাৎ অধ্যাপকরা বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন।

জাতীয় শোক দিবসের দিন রোগীদের কয়েকটি রুটিন পরীক্ষা-নিরীক্ষাও বিনামূল্যে করা হবে।

সকাল ৮টা ৫০ মিনিটে বহির্বিভাগে এই মহতী সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

জাতীয় দিবসে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ১৫ আগস্টে শাহাদাৎবরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান এবং বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরানখানি, মিলাদ-মাহফিল। এছাড়াও রয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রার্থনা অনুষ্ঠান।

এসকল কর্মসূচিতে আরো উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহাবুবুল হক, অতিরিক্ত (পরিচালক) ডা. নাজমুল করিম মানিক প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের ডিনরা, বিভাগীয় চেয়ারম্যানরা, সকল পরিচালকরা, শিক্ষক, ছাত্র-ছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, টেকনোলজিস্ট, টেকনিশিয়ানসহ সকল পর্যায়ের কর্মচারীরা।

বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ইনভেস্টিগেশন কার্যক্রমে ৫৩ জন অধ্যাপক, ৪৯ জন সহযোগী অধ্যাপক, ২৪ জন সহকারী অধ্যাপক, ১১ জন কনসালটেন্ট, ১২৫ জন মেডিক্যাল অফিসার ও রেসিডেন্ট চিকিৎসক, ৫৫ জন নার্স, ৫ জন টেকনোলজিস্ট, রোগীদের পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত ৫টি বিভাগের ১০০ জনসহ সর্বমোট ৫০০ জনবল অংশগ্রহণ করে এ বিনামূল্যে চিকিৎসাসেবা ও রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষার কর্মসূচি সফল করবেন।

বাংলা৭১নিউজ/এসআই

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com