বাংলা৭১নিউজ,মোংলা প্রতিনিধি: ঝড়ের কবলে পড়ে মোংলাবন্দরে ডুবে গেছে ‘এমএল আখতার’ নামে শ্রমিকবাহী একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে। লঞ্চটিতে ফোরম্যান ও সুপারভাইজারসহ প্রায় ৪০ শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
তিনি জানান, আকস্মিক এ ঝড়ে ‘এমএল আখতার’ ডুবে যায়। এ লঞ্চে বিদেশি জাহাজে কাজ করার জন্য বিকালে শ্রমিকরা রওনা হয়েছিলেন। রাতে হারবাড়িয়া পৌঁছানোর পর লঞ্চটি ঝড়ের কবলে পড়ে।
লঞ্চটিতে প্রায় ৩৫ শ্রমিক ও পাঁচজন স্টার্ফ ছিলেন। ঝড়ে লঞ্চটি উল্টে যাওয়ার পর অধিকাংশ শ্রমিক সাঁতরে বিদেশি জাহাজ এবং সুন্দরবনের নদীর চরে উঠে আসতে সক্ষম হয়েছে। তবে কেউ নিখোঁজ রয়েছে কিনা সেটি জানা যায়নি।
বাংলা৭১নিউজ/এস.এম