বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

একটি টিনের ঘরে দুই বিদ্যালয়ের পাঠদান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ৯৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,মানিকগঞ্জ প্রতিনিধি: একটি টিনের ঘর। সেই ঘরে করিম মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটির কার্যক্রম চলছে। ঘরটিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো রকমে বসিয়ে পাঠদান করা হচ্ছে। এ পরিস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষার্থীর উপস্থিতির হার দিন দিন কমছে।

যে বিদ্যালয় দুটির কথা বলা হচ্ছে, সেগুলো মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরাঞ্চল চরকাটারী ইউনিয়নের বোর্ডঘর বাজার এলাকায় অবস্থিত। শুধু এ দুটি বিদ্যালয়ই নয়, বোর্ডঘর বাজারের পাশে করিম মোল্লার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে আরও দুটি বিদ্যালয়ের কার্যক্রম চলছে একটি টিনের ঘরে। বিদ্যালয়ের জায়গা নদীগর্ভে বিলীন হওয়ার পর থেকে বিদ্যালয় চারটির শিক্ষা কার্যক্রমের এই হাল।

১১ মার্চ দুপুরে সরেজমিনে দেখা যায়, চরকাটারী বোর্ড বাজার এলাকায় একটি টিনের ঘরে করিম মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা। জায়গা না হওয়ায় গাদাগাদি করে বেঞ্চ বসানো হয়েছে শিক্ষার্থীদের। অবশ্য বিদ্যালয় দুটির শিক্ষার্থীদের সংখ্যাও খুব কম।

করিম মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুর রশিদ বলেন, করিম মোল্লা পাড়া গ্রামে অবস্থিত এই বিদ্যালয় তিন বছর আগে নদীতে ভেঙে যায়। এরপর কয়েক মাস বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। এরপর থেকে একটি মাদ্রাসার ঘরে দুটি বিদ্যালয়ের কার্যক্রম চলছে। এই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. বাহারুল ও চতুর্থ শ্রেণির আমেনা আক্তার বলে, এক ঘরে দুটি বিদ্যালয়ের ক্লাস হওয়ায় গাদাগাদি করে বসতে হয়। পড়ালেখায় মনোযোগ দিতেও সমস্যা হয়।

১১ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে শিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে দুজন, চতুর্থ শ্রেণিতে ১০ জন এবং পঞ্চম শ্রেণিতে মাত্র নয়জন শিক্ষার্থীকে উপস্থিত থাকতে দেখা যায়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিক আল-কবির বলেন, নদী ভাঙার পর নতুন জায়গা ও অবকাঠামো পাওয়া যায়নি। পাঠদান করতে গিয়ে সমস্যা হচ্ছে তাঁদের।

ওই দিন বেলা একটার দিকে করিম মোল্লার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটিতেও একই চিত্র দেখা যায়। সেখানে একটি ঘরে বিদ্যালয় দুটির শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। ওই বিদ্যালয় দুটিতেও উপস্থিত শিক্ষার্থীদের সংখ্যা ছিল কম।

করিম মোল্লার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল বারেক বলেন, নদীভাঙনের কারণে বিকল্প ব্যবস্থা না থাকায় এক ঘরে দুই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে। তবে সম্প্রতি তাঁর বিদ্যালয় স্থাপনের জন্য জায়গার ব্যবস্থা করা হয়েছে। সেখানে ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে।

বাজারের দোকানঘরে বিদ্যালয়

চরকাটারী নতুন বাজারের একটি দোকানঘর ভাড়া নিয়ে যমুনা চরকাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম চলছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। নদীভাঙনের কারণে নিজস্ব জমি এবং অবকাঠামো নির্মাণের অর্থ না থাকায় দোকানঘরে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়।

১১ মার্চ বেলা দুইটার দিকে দেখা যায়, প্রচণ্ড গরমের মধ্যে তৃতীয় শ্রেণির পাঁচজন, চতুর্থ শ্রেণির পাঁচজন এবং পঞ্চম শ্রেণির তিনজন শিশু ছোট দোকান ঘরে ক্লাস করছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিনি আলম বলেন, বাজারের এই দোকানঘরে শিশুদের ক্লাস নেওয়ার মতো কোনো পরিবেশ নেই। প্রচণ্ড গরমে শিশুরা ক্লাস করতে চায় না। সবচেয়ে বড় সমস্যা বিদ্যালয়ের কোনো শৌচাগার নেই। বাজারেও শৌচাগারের ব্যবস্থা নেই।

বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, এই দোকানঘরের সঙ্গেই অন্য একটি ঘরে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত জুয়ার আসর বসে। জুয়াড়িরা স্থানীয় চর এলাকা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে সেখানে যান। জুয়াড়িদের কারণে শিক্ষকেরা নিরাপত্তাহীনতা বোধ করেন, বিশেষ করে পঞ্চম শ্রেণির ছাত্রীরা অস্বস্তিতে থাকে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার বলেন, জুয়া চলার সময় সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। আবারও সেখানে অভিযান চালানো হবে।

দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সন্ধ্যা রানী সাহা বলেন, নদীভাঙনের কারণে বিদ্যালয়গুলোর এ পরিস্থিতির শিকার। নদীভাঙনের শিকার বিদ্যালয়গুলোর তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। এসব বিদ্যালয়ের জায়গা ও অবকাঠামো নির্মাণের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু হবে।

বাংলা৭১নিউজ/এসয

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com