বাংলা৭১নিউজ,নাটোর প্রতিনিধি: নাটোরে ১ হাজার ১৭০ পিচ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গেস্খফতার করা হয়েছে।
মাদক এর বিরুদ্ধে র্যাবের ধারাবাহিত অভিযানের সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ যায়েদ শাহরিয়ার-এর নেতৃত্বে সোমবার রাতে নওগাঁ জেলার মান্দা থানাধীন চৌবাড়ি বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
এসময় ১ হাজার ১৭০ পিস ইয়াবা, ১ টি মোবাইল ফোন, ১ টি সিম কার্ড-সহ আসামী মোঃ সুমন রেজা (৩১) পিতা- মোঃ শফিকুল ইসলাম, সাং-চকঘোড়া পাখিয়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে।
কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ যায়েদ শাহরিয়ার জানান উপরোক্ত ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এমএস