বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

চবির শিক্ষকবাসে হামলা, চালককে মারধর

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮
  • ১৪৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,চট্টগ্রাম প্রতিনিধি: সড়ক পরিবহন আইনের সংষ্কারের দাবিতে টানা ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে চট্টগ্রামেও। প্রথম দিন রবিবারের মত আজ সোমবারও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সড়কে পিকেটিং করে পরিবহণ শ্রমিকরা। এ সময় সড়কে যানবাহন চলাচলে বাঁধা প্রদান ও যাত্রীদেরও লাঞ্চিত করে শ্রমিকরা। এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকদের বহনকারী একটি বাসেও হামলা চালায় পরিবহন শ্রমিকরা।

সকাল ৮ টা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় বিশ্ববিদ্যালয়গামী ওই বাসের (বাস নং-১১০০২৫) দরজা ও জানালার কাঁচ ভাংচুর করে শ্রমিকরা। চালক দুলালকে মারধর করে তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। যদিও নগরীর তিন নম্বর সড়কে চলাচলকারী বিশ্ববিদ্যালয়ের যানবাহন ধর্মঘটের আওতামুক্ত ছিল।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বঞ্চলীয় সভাপতি মৃণাল চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী তিন নাম্বার সড়কের বাস ধর্মঘটের আওতামুক্ত ছিল। এরপরও পরিবহন শ্রমিকরা চবির শিক্ষক বাসে বাঁধা ও হামলা চালানো খুবই দু:খজনক।এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৭টা ৪৫ মিনিটে নগরীর রাহাত্তারপুল এলাকা থেকে ক্যাম্পাশের উদ্দেশ্যে যাত্রা করে চবির শিক্ষকবাহী বাসটি। সকাল ৮টা ১০ মিনিটে সেটি বহদ্দারহাট টার্মিনালে পৌঁছালে সেখানে থাকা ২৫-৩০ জন পরিবহন শ্রমিক হামলা চালায়। এ সময় শ্রমিকরা বাসটির দরজা-জানালার কাঁচ ভাংচুর করে।

শ্রমিকরা আশালীন ভাষায় গালিগালাজ করে চালক দুলালকে মারধর করে মুখে আলকাতরা মাখিয়ে দেয়। তার মানিব্যাগ কেড়ে নিয়ে নগদ ৩ হাজার ১০০ টাকা এবং ১৫ হাজার টাকা সমমূল্যের মোবাইল ছিনিয়ে নেয় বলে জানান চবি আরবি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী হারুন-উর-রশীদ। তিনি বলেন, হামলার সময় বাসটি ধর্মঘটের আওতামুক্ত বলার পরেও পরিবহন শ্রমিকরা চালক দুলালকে মারধর করে। আহত অবস্থায় সে কোনরকমে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাস চালিয়ে নিয়ে আসে। তাকে চবি মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী বলেন, ভর্তি পরীক্ষার কারনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যানবাহন ধর্মঘটের আওতামুক্ত ছিল। এরপর শিক্ষকবাহী বাস ভাংচুর ও চালককে মারধর করে মোবাইল, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া সত্যিই দু:খজনক। এ বিষয়ে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ/বিকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com