শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

‘ডিজিটাল নিরাপত্তা আইন’ বাংলাদেশের নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে: ব্রিটিশ প্রতিমন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ৩৫৩ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যের বৈদেশিক ও কমনওয়েলথ দপ্তরের প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড।

বাংলা৭১নিউজ,ডেস্ক: বাংলাদেশে সম্প্রতি পাস হওয়া ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ আসন্ন নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের বৈদেশিক ও কমনওয়েলথ দপ্তরের প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। বাংলাদেশের আসন্ন নির্বাচন এবং ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে দেশটির এক এমপির করা প্রশ্নের লিখিত জবাবে গত বুধবার তিনি ওই মন্তব্য করেন।

মাত্র তিন মাস আগে বাংলাদেশ সফর করে যাওয়া ব্রিটিশ এই রাজনীতিক বলেন, বাংলাদেশে একটি ন্যায়সংগত, অবাধ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতায় অব্যাহত নিয়ন্ত্রণ আরোপ এই নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে।

গত বুধবার তিনি বাংলাদেশ বিষয়ে করা মোট ৭টি প্রশ্নের জবাব দিয়েছেন। বাংলাদেশের আসন্ন নির্বাচন, ডিজিটাল নিরাপত্তা আইন, আটক খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলম এবং মতপ্রকাশের স্বাধীনতাসহ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের ওপর সরকারি দমন-পিড়ীন প্রসঙ্গে ওই সব প্রশ্ন করেন দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এমপি অ্যান মেইন। অ্যান মেইন ‘কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ’–এর প্রেসিডেন্ট। সেই সঙ্গে তিনি ব্রিটিশ সংসদের বাংলাদেশ–বিষয়ক সর্বদলীয় কমিটির সভাপতি।

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে মার্ক ফিল্ড বলেন, বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতায় অব্যাহতভাবে নিয়ন্ত্রণ আরোপের ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাখ্যাগত অস্পষ্টতা এবং এর অপব্যবহারের ঝুঁকিসহ এই আইন নিয়ে বাংলাদেশের সুশীল সমাজ ও গণমাধ্যমগুলোর আতঙ্কের বিষয়টি তুলে ধরেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে মার্ক ফিল্ড বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। এ বিষয়টি যুক্তরাজ্য সরকার বারবার পরিষ্কার করে বলেছে। তিনি বলেন, গত ২৯ জুন থেকে ১ জুলাই বাংলাদেশ সফরের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সরকারের শীর্ষ কর্মকর্তা এবং বিরোধী রাজনীতিকদের তিনি কার্যকর সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।

সংলাপের মাধ্যমে নির্বাচনে ইলেকট্রনিক ভোটার মেশিনের ব্যবহার এবং ভোট জালিয়াতি নিয়ে সম্ভাব্য উদ্বেগের সুরাহা হওয়া উচিত বলে তিনি মনে করেন। বাংলাদেশ সফরের সময় আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের উদ্বেগগুলোর কথাও জানিয়েছেন বলে উল্লেখ করেন ব্রিটিশ এই প্রতিমন্ত্রী।

মার্ক ফিল্ড জানান, যুক্তরাজ্যের ফরেন অ্যান্ড কমনওয়েলথ দপ্তরের মন্ত্রী জেরেমি হান্ট বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা, আলোকচিত্রী শহিদুল আলম এবং আসন্ন নির্বাচন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও আলোচনা করেছেন। গত ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় তাঁদের কথা হয়।

মার্ক ফিল্ড আরও বলেন, বাংলাদেশ এখনো ভঙ্গুর মানবাধিকার পরিস্থিতির কারণে যুক্তরাজ্যের উদ্বেগের শীর্ষে থাকা দেশগুলোর তালিকায় রয়েছে।

বাংলা৭১নিউজ/সংগৃহিত: প্রথম আলো/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com