বুধবার, ২১ মে ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

দৃষ্টি নন্দন বাড়িতে যাচ্ছে বিধবা ভাতা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮
  • ২৬১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশিগংগা ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার উপকারভোগিদের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। কোটিপতি বিধবা  করিমননেছা পাচ্ছেন বিধবা ভাতা।

জানা গেছে, ক্ষেতলাল উপজেলার দাশড়া মালিগাড়ি গ্রামের মৃত নওশের আলী দেওয়ানের বিধবা পতœী করিমননেছা তার বিলাশ বহুল দৃষ্টি নন্দন দোতালা বাড়ির বেলকোনিতে দাড়িয়ে আছেন। এই দৃষ্টি নন্দন বাড়িতে তার পুত্র ও কন্যা কেহই থাকেন না । তারা থাকেন জয়পুরহাট জেলা শহরে নিজন্ব বাসাতে। মা করিমননেছাকে দেখ ভাল করার জন্য শফিকুল নামের একজন তার স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে বসবাস করে। বেলকুনিতে দাড়িয়ে থাকা বিধবা ভদ্র মহিলাকে এ প্রতিনিধি প্রশ্ন করলে তিনি জানান, আল্লাহর রহমতে ভাল আছি বাবা, এতদিন না পেলেও  এই প্রথম বিধবা ভাতা পেতে শুরু করেছি মাত্র।

অপরদিকে একই গ্রামের বয়স্ক ভাতা প্রাপ্ত জিয়াউল হক কাজীর বাড়ির দরজায় কড়া নাড়লে তিনি হাস্যজ্জল মুখে বেরিয়ে এসে কুশল বিনিময় করে জানান, আল্লাহর রহমতে এ বারেই বয়স্কভাতার তালিকা ভুক্ত হয়ে প্রথম বারের টাকা উত্তোল করেছি। আমার দুটি ছেলে, দুজনই বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন। কিছু জমাজমিও চাষাবাদ করি। সব নিয়ে বেশ ভাল আছি। একই গ্রামের ফকির পাড়ার বয়স্ক ভাতা প্রাপ্ত আলহাজ আবুল হোসেনের বাড়িতে গিয়ে সাক্ষাত করে জানতে চাইলে তিনি বলেন, আল্লাহর রহমতে ১৯৯৯ সালে হজ্ব পালন করেছি। এক মাত্র ছেলে আব্দুল কাদের মাদ্রাসা শিক্ষক । নিজস্ব ১০-১২ বিঘা জমি চাষাবাদ করি। এবারেই প্রথম বয়স্ক ভাতার টাকা পেয়েছি।

ওই ইউনিয়নের সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ডের সদস্য নুরবানু খাতুন জেলা প্রশাসক বরাবরে এবং সমাজসেবা অধিদপ্তরসহ স্থানীয় প্রশাসনকে অবগত করে বিগত ২৮ মে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার উপকারভোগিদের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ করেছেন। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় নিয়ম বহিঃর্ভুত ভাবে ধনাঢ়্য ব্যক্তিরা তালিকা ভূক্ত হলেও হতদরিদ্ররা সরকারের এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। ওই গ্রামের হতদরিদ্র স্বামী পরিত্যাক্ত জসিম আকন্দর মেয়ে বৃদ্ধা আবেদা অক্ষেপ করে বলেন, আমরা সহায় সম্বলহীন। ধড়পাকরের লোক নাই। ঐ দোতালার লোকেরা ভাতা পাবে, আমরা পাবনা।

ইউপি চেয়ারম্যান হাইকুল ইসলাম লেবু মোল্লা বলেন, নিয়ম নীতি মেনে তালিকা প্রনয়ন করা হয়েছে। দু একটা ত্রুটি বিচ্চুতি থাকতে পারে। উপজেলা সমাজসেবা অফিসার গওসুল আজম বলেন, ইউনিয়ন কমিটি যাচাই বাছাই করে আমাদের তালিকা পাঠায়। আমরা সেই অনুযায়ী কাজ করি। তবে নিয়ম বহির্ভূত হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com