বাংলা৭১নিউজ, তানোর (রাজশাহী) প্রতিনিধি: তানোর থানা পুলিশের উদ্দোগ্যে দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার তানোর থানা চত্বরে তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অথিতি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার রাজশাহী মাহ্মুদুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন,তানোর উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ শওকত আলী।
আরো উপস্থিত ছিলেন সার্কেল এ,এস,পি শফিকুল ইসলাম, তানোর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আবদুল্লাহ আল মামুন, তানোর উপজেলা মুক্তিযোদ্ধা কম-ার আব্দুল ওহাব, ডেপুটি কমান্ডার নুরুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যুগ্ন-আহ্ববায়ক রাজশাহী জেলা শাখা ও যুব মহিলা লীগ নেতা মোস্তারী জাহান লাভলী, সরনজাই ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, তানোর এ.কে সরকার ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা।
এ্যাডভোকেট আব্দুল আহাদ, তানোর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব সরকার হিরো, তানোর বণিক সমিতির সভাপতি সারওয়ার জাহান, থানা মোড় বনিক সমিতির সভাপতি নান্টু, সাধারণ সম্পাদক আবু তলহা রানাসহ তানোর প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দু, এলাকার গন্য-মান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশা মানুষ।
অপরদিকে গতকাল বুধবার বাধাইড় ইউনিয়ন আ’লীগের আয়োজনে বৈদপুর দাখিল মাদ্রাসা মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বাধাইড় ইউনিয়ন আ’লীগে সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত তানোর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিখি ছিলেন,থানা যুবলীগের সভাপতি ও কলমা ইউপির চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
এ সময় আরো উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন,বাধাইড় ইউপির চেয়ারম্যান আতাউর রহমান,পাঁচন্দর ইউনিয়নের কৃষক লীগ সভাপতি হযরত আলী, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান,টিটুসহবিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
বাংলা৭১নিউজ/জেএস