বাংলা৭১নিউজ, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকায় র্যাবের সাথে মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে রেন্টু মিয়া(৩৫) এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।
ঘটনাস্থল থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব। নিহত মাদক ব্যবসায়ী রেন্টু মিয়া পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় কমপক্ষ্যে ৭ টি মাদক মামলা রয়েছে।র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন জানান, একদল মাদক ব্যাবসায়ী জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে ওই এলাকায় র্যাব অভিযান চালায়।
এসময় মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি চালালে র্যাবও পাল্টা গুলি চালায় এবং মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে রেন্টু মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত রেন্টু মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ/জেএস