বাংলা৭১নিউজ, সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার সাভারে রানা প্লাজা ধসের পাঁচ বছর আজ। এ উপলক্ষে সকালে ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং রানা প্লাজার সামনে শহীদ বেদিতে ফুল দিয়ে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরাও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া নিহত শ্রমিকদের স্মরণে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান। এ সময় রানা প্লাজার সামনে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি করেন।
এদিকে, রানা প্লাজার পাঁচ বছর পূর্তি উপলক্ষে নিহত ও আহত শ্রমিকদের স্মরণে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের আজকের এই দিনে সকালে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় রানা প্লাজা ধসে পড়ে। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের হিসাব অনুযায়ী রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে দুই হাজার ৪৩৮ জনকে জীবিত এবং এক হাজার ১১৭ জনকে মৃত উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১৯ জন মারা যান। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় এক হাজার ১৩৬ জন।
সর্বশেষ ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি পাবনার বেড়ায় রানা প্লাজা দুর্ঘটনায় আহত শ্রমিক আবদুস সোবহান মারা যান।
বাংলা৭১নিউজ/জেএস