সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

বিউটিকে ধর্ষণ ও হত্যাকারী বাবুল ৫দিনের রিমাণ্ডে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ১৯২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,সিলেট অফিস: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আলোচিত কিশোরী বিউটিকে ধর্ষণ ও হত্যার ঘটনার মামলায় গ্রেফতার প্রধান আসামি বাবুল মিয়াকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

আজ রোববার বিকালে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছমা বেগমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, রোববার বিকালে শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মানিকুল ইসলাম আসামি বাবুলকে আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, বাবুলকে গ্রেফতারের পর র‌্যাব তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। যেহেতু আসামি ধরা পড়েছে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তথ্য প্রমাণাদি উদ্ধারের চেষ্টা করা হবে।

শুক্রবার দিবাগত রাতে সিলেটের বিয়ানিবাজার এলাকার রামদা গ্রামে ফুফুর বাড়ি থেকে বাবুলকে গ্রেফতার করে র‌্যাব-৯। শনিবার তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ১৬ মার্চ রাতে নানার বাড়ি লাখাই উপজেলার গুণিপুর গ্রাম থেকে নিখোঁজ হয় শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের ছায়েদ আলীর মেয়ে বিউটি আক্তার। পরদিন নানার বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে হাওরে তার লাশ পাওয়া যায়।

তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় বিউটির বাবা ছায়েদ আলী বাদী হয়ে একই গ্রামের বাবুল মিয়া ও তার মা ইউপি সদস্য কলম চান বিবিকে আসামি করে শায়েস্তাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। শুরুতেই গ্রেফতার করা হয় বাবুলের মা ইউপি সদস্য কলম চান বিবি ও বন্ধু ইসমাইল মিয়াকে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com