বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

পিঁয়াজ নিয়ে হতাশায় নাটোরের কৃষক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮
  • ৩১২ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

বাংলা৭১নিউজ, মোঃ মনজুর-ই-মওলা সাব্বির, নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গার হাটে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেমেছে প্রতিমণ ৬০০-৮০০ টাকা।

মঙ্গলবার নলডাঙ্গার হাটে পাইকারী বাজারে প্রতিমণ পেঁয়াজ বেচাকেনা হয়েছে প্রকারভেদে ১২শ থেকে ১৩শ টাকা। এতে কেজি প্রতি পেঁয়াজের দাম কমল ১৫-২০ টাকা। যা গত এক সপ্তাহ আগে পাইকারী বাজারে প্রতিমণ পেঁয়াজ ১৬শ থেকে ১৮শ টাকা দরে বিক্রি হয়েছে। এই ভাবে পেঁয়াজের বাজারে দাম কমতে থাকায় উর্ধ্বমুখী পেঁয়াজের দাম সাধারন ক্রেতাদের স্বস্তিতে ফেললেও কৃষকদের মনে হতাশা বাড়াচ্ছে। সামনে চারা পেঁয়াজ উঠা শুরু হলে পেঁয়াজের দাম আরোও কমবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এবার নলডাঙ্গা উপজেলার হালতি বিলসহ আশে পাশের মাঠে পেঁয়াজের ভাল ফলন হয়েছে। শুরুতেই পেঁয়াজ বাজারে ভাল দাম পেয়ে কৃষকরা স্বস্তি করলেও এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমায় হতাশায় ফেলে দিয়েছে সেই কৃষকদের। আবার পেঁয়াজের দাম কমায় কিছুটা স্বস্তিতে রয়েছে সাধারন ক্রেতারা।

উপজেলার সবচেয়ে বেশি ল্যালা পেঁয়াজ চাষ হয় হালতি বিল, মাবধপুর বিল, শ্যামনগর, বাঙ্গালপাড়া, হলুদঘর, ছাতারভাগ, বাঙ্গালখলসি মাঠে। এখন পুরোদমে পেঁয়াজ ক্ষেত থেকে সংগ্রহ করে বাজারে বিক্রির জন্য প্রস্তত করার কাজে ব্যাস্ত সময় কাঠাচ্ছে কৃষক পরিবার।মৌসুমের শুরুতে নলডাঙ্গার হাটে ল্যালা পেঁয়াজের প্রতিমণ ২ হাজার থেকে ২৪শ টাকা দরে বিক্রি হয়েছে। পাইকারী বাজারে আমদানী বেড়ে যাওয়ায় এক দফা পেঁয়াজের দাম কমে দাড়ালো ১৬শ-১৮শ টাকা।

আবার গত শনিবার ও মঙ্গলবার নলডাঙ্গা হাটে পাইকারী বাজারে প্রতিমণ পেঁয়াজের দাম ৬শ-৮শ টাকা কমে ১হাজার-১৩শ টাকা  বিক্রি হয়েছে। আর খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ টাকা দরে বিক্রি হয়েছে।বর্তমান বাজারে পেঁয়াজের প্রতি কেজি ১৫-২০ টাকা দাম কমায় ক্রেতাদের স্বস্তিতে রাখলেও হতাশায় রয়েছে প্রান্তিক কৃষক।সোনাপাতিল গ্রামের কৃষক রাজু জানান,আমার এক বিঘা জমিতে ল্যালা পেঁয়াজ চাষে জমি চাষ থেকে শুরু করে সেচ,সার কীটনাশক শ্রমিক খরচ মিলে ২২ থেকে ২৫ হাজার টাকা খরচ করে ৪৮ মণ পেঁয়াজ পেয়েছি।

গত এক সপ্তাহে আগে আমি ৯ মণ পেঁয়াজ হাটে নিয়ে গেলে প্রতিমণ পেঁয়াজ ১৭৯০ টাকা দরে বিক্রি করেছি।কিন্ত মঙ্গলবার হাটে ৭ মণ পেঁয়াজ এনে প্রতিমণ বিক্রি হয়েছে ১২৭০ টাকা।আরেক কৃষক আসাদ আলী মনে হতাশা নিয়ে বলেন,বর্তমান পেঁয়াজ বাজারে দরপতনে আমাদের লোকসান না হলেও খুব ভাল হবে না ১১ মণ পেঁয়াজ এনে প্রতিমণ ১১শ ৬০ টাকা দরে বিক্রি করেছি।হালতি বিলের কৃষক আলম হোসেন জানান,চারা পেঁয়াজ সংরক্ষণ করা গেলেও এই ল্যালা পেঁয়াজ সংরক্ষণ করা যায় না,তাই বাজারে যে দামই হোক বিক্রি করতে হয়।

পাবনার দাসুরিয়া এলাকার ব্যবসায়ী ইয়াকুব আলী জানান, গত শনিবার হাটে আমি ৯০ মণ পেঁয়াজ প্রতিমণ ১হাজার থেকে ১২শ ৬০ টাকা দরে কিনে নীলফামারী জলঢাকার মোকামে পাঠাচ্ছি। পাইকারী ব্যবসায়ী মজিবর,সাইদুল ইসলাম জানান,হঠাৎ চারদিক থেকে পেঁয়াজের আমদানী বেড়ে যাওয়া গত সপ্তাহে প্রতিমণ পেঁয়াজ ১৬শ-১৮শ টাকা দরে কিনে লোকসান গুনতে হয়েছে। তাই গত মঙ্গলবার হাটে প্রতিমণ পেঁয়াজ ১হাজার-১৩শ টাকা কিনে ঢাকার কাওরান বাজারের মোকামে পাঠানো হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী ভুট্রু হোসেন জানান, আর কিছুদিন পর চারা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করবে তখন পেঁয়াজের দাম আরোও কমবে বলে আভাস দেন।নলডাঙ্গা হাটের আড়ৎদার জহুরুল ইসলাম জানান, এই সময় সপ্তাহে দিন শনিবার ও মঙ্গলবার নলডাঙ্গা হাটে গড়ে ২৪শ টাকা মণ কৃষকরা ক্ষেত থেকে তুলে দেশীয় পেঁয়াজের বেচাকেনা করে।এজন্য নলডাঙ্গা হাটে ২৫-৩০টি পেঁয়াজের আড়ৎ গড়ে উঠেছে। প্রতিহাটে ১০-১২টি ট্রাকযোগে নলডাঙ্গার পেঁয়াজ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

 

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com