বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে গর্ভনিরোধক ইনজেকটেবলস এবং পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতির উপর পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মীদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আজ দুপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সভাকক্ষে ওই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা দপ্তর দিনাজপুরের উপপরিচালক আবু নছর নুরল ইসলাম, সিভিল সার্জন ডা.গোলাম মওলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আতাউর রহমান সহ অনেকে।
প্রশিক্ষন কর্মশালায় গর্ভরিরোধক ইনজেকটেবলস এবং পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতির উপর পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মীদের প্রশিক্ষন দেওয়া হয়।
বাংলা৭১নিউজ/জেএস