বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি : মাদকে না বলুন, ক্রিড়াকে হ্যাঁ বলুন এ বিষয় কে সামনে নিয়ে আজ শুক্রবার সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে সানরাইজ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলের বাৎসরিক ক্রিড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে স্কুলের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম , উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান , মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শাফিকুল ইসলাম, কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান ।
বাংলা৭১নিউজ/জেএস