বাংলা৭১নিউজ, মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় বোদা উপজেলা নির্বাহী অফিসার জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। তিনি গত বুধবার বিকেলে মেলার সমাপনী দিনে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম হাত থেকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।
সংশ্লিষ্ট অফিস সুত্রে জানা গেছে, অনলাইনের মাধ্যমে সরকারি-বে-সরকারি ভাবে সাধারণ মানুষকে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমে সম্পৃক্ত করা সহ ই-সেবা সকল দপ্তর এবং সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ায় তাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস