দুই দিন পরে মারা গেলেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. আহাদ হোসেন নামের এক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড এলাকায়।
আজ বুধবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ খবর নিশ্চিত করেছেন ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাসরিক হাসান।
আহাদের সহপাঠীরা জানান, এর আগে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় পুরান ঢাকার সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন একটি মেসে গলায় গামছা বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন আহাদ। এরপর মেসের সহপাঠীরা তাৎক্ষণিক দেখতে পেয়ে তাকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
আহাদের সহপাঠী আবির হাসান বলেন, আহাদ দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন এবং গত কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া-দাওয়া করেননি। ক্লাস পরীক্ষায় এলেও মনোযোগ ছিল না। তবে তার হতাশার নির্দিষ্ট কারণ তারা জানতে পারেননি।
ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ বায়েজিদ আলী বলেন, ‘সেই অতিরিক্ত চিন্তা করত। সমসাময়িক যেকোনো বিষয় নিয়ে। চাকরি, ক্যারিয়ার এবং রাজনীতি এসব নিয়ে। আমরা গত পরশু দিন পরীক্ষার হলে এলে জানতে পারি সে তিনদিন ধরে খায়নি, এজন্য অসুস্থ হয়ে পড়ে। এরপর তার ব্যাপারে সহপাঠীদের কাছ থেকে খোঁজ-খবর নিয়ে দেখেছি পারিবারিক বা প্রেমঘটিত কোনো সমস্যা নেই।’
তিনি আরও বলেন, ‘এভাবে সে চলে যাবে ভাবতে পারি নাই। তার মৃত্যু আমাদের বিভাগের শিক্ষক-শিক্ষার্থী সকলের জন্য একটা বড় ধাক্কা। আমরা গত দুই দিন ধরে হাসপাতালে তার পরিবারসহ সার্বক্ষণিক চেষ্টা করেছি কিন্তু তাকে বাঁচাতে পারলাম না।’
বাংলা৭১নিউজ/এসএইচ