রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

ইউরোপা লিগের শেষ ষোলোয় ম্যানইউ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

শেষ ষোলোয় ওঠা প্রায় নিশ্চিতই ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। তবুও রোমানিয়ান ক্লাব স্টুয়া বুখারেস্টের (এফসিএসবি) মুখোমুখি হয়েছিলো আমোরিমের শিষ্যরা একটা শঙ্কা মাথায় নিয়েই। যদি কোনোভাব পা হড়কে যায়, তাহলে হয়তো প্লে-অফে চলে যেতে হবে। সরাসরি শেষ ষোলোয় ওঠা হবে না।

তবে খুব শঙ্কার কিছু আর ঘটেনি। স্টুয়া বুখারেস্টের মাঠে গিয়ে ০-২ গোলে জয় নিয়ে ফিরে এসেছে রেড ডেভিলরা। দিয়েগো দায়ত এবং কোবি মাইনুর গোলে সেরা তিনে থেকেই ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে ম্যানইউ।

বুধবার রাতের মত বৃহস্পতিবারও ১৮ ম্যাচের ম্যারাথন এইট রাত শেষ করেছে ইউরোপিয়ান ফুটবল। সে সঙ্গে শেষ হয়েছে ইউরোপা লিগের লিগ পর্ব।

লিভারপুলের ভাগ্য বরণ করতে করতে হয়েছে ইতালিয়ান ক্লাব ল্যাজিওকে। লিভারপুল যেমন টানা ৭ ম্যাচ জিতে শেষ ম্যাচে এসে হারলো, তেমনি আগের সাত ম্যাচে অপরাজিত থাকা ল্যাজিও শেষ ম্যাচে এসে হোঁচট খেয়েছে। ১-০ গোলে হেরে গেছে ব্রাগার কাছে। তবে এই হারেও ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেই শেষ ষোলোয় গেছে ইতালিয়ান ক্লাবটি।

স্টুয়া বুখারেস্টের মাঠে গিয়ে প্রথমার্ধে কোনো গোলও করতে পারেনি ম্যানইউ। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে প্রথমে গোল করেন দিয়াগো দায়ত এবং ৮ মিনিট পর ম্যাচের দ্বিতীয় ও শেষ গোলটি করেছেন কোবি মাইনু। এই ম্যাচ জিতে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে লিগ পর্ব শেষ করেছে ইউনাইটেড।

সরাসরি শেষ ষোলোর টিকিট পেয়েছে আরেক ইংলিশ ক্লাব টটেনহামও। এলফসবোর্গের বিপক্ষে টটেনহাম জিতেছে ৩-০ গোলের বড় ব্যবধানে। এই জয়ে ১৭ পয়েন্ট নিয়ে টটেনহাম শেষ করেছে চার নম্বরে থেকে।

ইউনাইটেড ও টটেনহামকে পেছনে ফেলে দুই নম্বরে থেকে শেষ ষোলোয় গেছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও। ভিক্টোরিয়া প্লজেনকে ৩-১ গোলে হারানোর পর তাদেরও পয়েন্ট ল্যাজিওর সমান ১৯; কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে দুই নম্বরে থাকতে হলো দলটিকে।

ইউরোপের বেশ কিছু সেরা ক্লাব সরাসরি শেষ ষোলোর টিকিট পায়নি। তাদেরকে খেলতে হবে প্লে-অফ। যেখানে রয়েছে এএস রোমা, আয়াক্স, রিয়াল সোসিয়েদাদ ও পোর্তোর মতো ক্লাব।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com