রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

বাণিজ্যমেলায় ৫০০ ধরনের খাদ্যপণ্য প্রদর্শন করছে প্রাণ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় প্রায় ৫০০ ধরনের খাদ্যপণ্য নিয়ে হাজির হয়েছে দেশের শীর্ষস্থানীয় কৃষিপ্রক্রিয়াজাত খাতের প্রতিষ্ঠান প্রাণ। ঢাকার পূর্বাচলে চলমান এ মেলায় জুস ও ড্রিংকস, কনফেকশনারি, স্ন্যাকস, বিস্কুট অ্যান্ড বেকারি, কুলিনারি, মসলা ও ফ্রোজেনসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য দিয়ে কয়েকটি প্যাভিলিয়ন ও স্টল সাজিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রাণ-এর স্টলগুলো বেশির ভাগই মেলার উত্তরদিকে প্রধান ভবনের পেছনে। দর্শনার্থীরা যেন তাদের পছন্দের পণ্য কিনতে পারেন সেজন্য দেওয়া হচ্ছে বিশেষ অফার। পণ্য কিনলে থাকছে সর্বোচ্চ ৩৩ শতাংশ মূল্যছাড়। এছাড়া ৪০টির বেশি আকর্ষণীয় প্যাকেজে পণ্য কিনতে পারছেন আগত দর্শনার্থীরা।

দর্শনার্থীরা যেন এক ছাদের নিচ থেকে প্রাণ-এর সব পণ্য সম্পর্কে ধারণা পেতে পারেন সেজন্য ‘প্রাণ’ নামেই বিশাল একটি প্যাভিলিয়ন করেছে এ শিল্পগ্রুপ। মেলায় উত্তরদিকে মূল ভবনের ঠিক পেছনে এ প্যাভিলিয়নটি অবস্থিত।

এ বিষয়ে প্রাণ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা দর্শনার্থীদের সুবিধার্থে এক ছাদের নিচে প্রায় সব প্রাণ পণ্য প্রদর্শনের জন্য ১৯ ও ২০ নম্বর প্যাভিলিয়ন একত্র করে প্রাণ নামে একটি প্যাভিলিয়ন করেছি। এ প্যাভিলিয়নে প্রায় ৪০০ ধরনের পণ্য প্রদর্শন করা হচ্ছে। এছাড়া দর্শনার্থীরা যেন সাশ্রয়ীমূল্যে পণ্য কিনতে পারেন সেজন্য মেলা উপলক্ষে সর্বনিম্ন ১০ শতাংশসহ বিভিন্ন ধরনের অফার দেওয়া হচ্ছে।’

মেলা উপলক্ষে প্রায় ৫০টি নতুন পণ্য প্রদর্শন করছে প্রাণ। এসব পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের ফ্লেভারড চিপস, চকলেট মিল্ক ড্রিংকস, বিস্কুট, নুডলস ও চকলেট।

মেলায় বিভিন্ন ধরনের নুডলস, সস, আচার ও স্যুপ প্রদর্শন করছে মিস্টার নুডলস। এ প্যাভিলিয়ন থেকে দর্শনার্থীরা সরাসরি রেডি টু ইট নুডলস ও স্যুপের টেস্ট নিতে পারছেন। পাশেই কফি হাউজ নামে একটি প্যাভিলিয়ন দেওয়া হয়েছে যেখানে মিলছে জুস, ড্রিংকসসহ প্রাণ-এর বেভারেজ পণ্য। পাশাপাশি প্রাণ গ্রুপের জনপ্রিয় বিস্কুট ব্র্র্র্যান্ড ‘বিস্ক ক্লাব’ নামে মেলার প্রবেশপথের কাছে একটি স্টল দেওয়া হয়েছে যেখানে বিস্কুট ও বেকারি পণ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে।

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘নতুন পণ্য ও সেবা মানুষের সামনে তুলে ধরার জন্য বাণিজ্যমেলা দারুণ একটি সুযোগ। পূর্বাচলে দর্শনার্থীদের আনাগোনা প্রতিবছরই বাড়ছে। এবার শুরু থেকেই দর্শনার্থীদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। প্রত্যাশিত না হলেও বিদেশি ক্রেতাও কিছু আসছেন। সার্বিকভাবে মেলা নিয়ে আমরা আশাবাদী।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com