বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

লিভারপুল ছুটছে, ডুবছে সিটি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫ বার পড়া হয়েছে

ইউরোপের শীর্ষ চার লিগ মিলিয়ে গত মৌসুমের সেরা চমক ছিল বেয়ার লেভারকুসেন। বায়ার্ন মিউনিখের একাধিপত্য খর্ব করে বুন্দেসলিগায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ে দলটি। মৌসুমে লেভারকুসেনের মতো চমকের পসরা সাজিয়ে বসেছে আতালান্তা। প্রতিষ্ঠিত সব পরাশক্তিকে পেছনে ফেলে ইতালির সেরি-এ লিগের শীর্ষে উঠে এসেছে তারা।

ওদিকে লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আধিপত্য খর্ব করে চূড়ায় আতলেতিকো মাদ্রিদ। বুন্দেসলিগায় রাজত্ব পুনরুদ্ধারের পথে বায়ার্ন মিউনিখ। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। অবিশ্বাস্য পতনে ম্যানসিটির শিরোপা ধরে রাখার আশা কার্যত শেষ।

প্রিমিয়ার লিগ ছাড়া বাকি সব লিগে এ বছর আর কোনো ম্যাচ নেই। শুরু হয়ে গেছে বড়দিনের ছুটি। প্রিমিয়ার লিগে খেলা চললেও পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিভারপুলের বছর শেষ করা একরকম নিশ্চিত। দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে এক ম্যাচ কম খেলে শিরোপা রেসে চার পয়েন্টে এগিয়ে অলরেডরা। ১৫ গোল করে লিগের টপ স্কোরার লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

গত পরশু রাতে টটেনহামের বিপক্ষে লিভারপুলের ৬-৩ ব্যবধানের জয়ে সালাহ করেছেন জোড়া গোল। ১৩ গোল নিয়ে আর্লিং হলান্ড দ্বিতীয় স্থানে থাকলেও শেষ আট ম্যাচের ছয়টিতে হেরে পয়েন্ট টেবিলের সাতে নেমে গেছে তার দল ম্যানসিটি।

সেরি-এ লিগে টানা ১১ ম্যাচ জিতে শীর্ষে থেকে বছর শেষ করেছে আতালান্তা। রোববার এম্পেলিকে ৩-২ গোলে হারিয়ে তারা টপকে গেছে নাপোলিকে। বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান তিনে। লিগের শীর্ষ তিন গোলদাতার দুজনই আতালান্তার। মাতেও রেতেগুই ১২ ও আদেমোলা লুকমান করেছেন নয় গোল।

লা লিগায় রবার্ট লেওয়ানডোস্কি সর্বোচ্চ ১৬ গোল করলেও শেষ ছয় ম্যাচের পাঁচটিতে পয়েন্ট হারিয়ে চূড়া থেকে তিনে নেমে গেছে তার দল বার্সেলোনা। রোববার সেভিয়াকে ৪-২ গোলে হারিয়ে দুইয়ে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সবমিলিয়ে টানা ১২ ম্যাচ জিতে শীর্ষে থেকে বছর শেষ করেছে আতলেতিকো।

বুন্দেসলিগায় সর্বোচ্চ ১৪ গোল করা হ্যারি কেইনের দল বায়ার্ন মিউনিখই শীর্ষে। ১৫ ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেনের চেয়ে চার পয়েন্টে এগিয়ে বায়ার্ন।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com