মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদে, বিকল্প পথে চলার অনুরোধ

গাজিপুর প্রতিনিধি:
  • আপলোড সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭ বার পড়া হয়েছে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুরাগ নদের ওপর নির্মিত টঙ্গী-আব্দুল্লাহপুর বেইলি ব্রিজের ওয়ানওয়ে ভেঙে গেছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।  এ সময় একটি ড্রাম্পট্রাক নদে পড়ে গেছে।

এ ঘটনায় পাথরবোঝাই করা ট্রাকের চালকসহ দুজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। এদিকে ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর তুরাগ নদের বড় ব্রিজ নির্মাণের সময় নির্মিত এই বেইলি ব্রিজেই চলাচল করত গাড়ি। এখন বড় ব্রিজ থাকলেও বেইলি ব্রিজে অনেক গাড়ি চলাচল করে। তুরাগ নদের টঙ্গী-আব্দুল্লাহপুর দুই তীরের সংযোগস্থলে দুইটি বেইলি ব্রিজ রয়েছে।

একটিতে ঢাকা থেকে ময়মনসিংহ ও আরেকটিতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী পরিবহণ যাতায়াত করে। আজ ভোরে হঠাৎ টঙ্গী-আব্দুল্লাহপুর বেইলি ব্রিজের ওয়ানওয়ে ভেঙে যায়।

এ সময় ব্রিজ পার হওয়া আবুল খায়ের গ্রুপের পাথরবোঝাই একটি ড্রামট্রাক আটকা পড়ে। এ সময় ট্রাকের চালকসহ অপর এক ব্যক্তি আহত হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ঢাকা-গাজীপুরগামী সকল যানবাহনকে রাজধানীর উত্তরা থেকে বিআরটি প্রকল্পের উড়াল সেতু ব্যবহারে নির্দেশনা দিয়েছে। 

বেইলি ব্রিজের পাশেই চা দোকানি মনসুর বলেন, রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই আমরা। পরে আশপাশের লোকজন গিয়ে বেইলি ব্রিজটি ভেঙ্গে তুরাগ নদে একটি পাথরবোঝাই করা ট্রাক পড়ে থাকতে দেখে। এ সময় ট্রাকের চালক ও অপর একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক (টঙ্গী জোন) জাফর আহমেদ বলেন, তুরাগ নদের ওপর তিনটি বেইলি ব্রিজের মধ্যে দুইটি ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করত। একটি ভেঙ্গে যাওয়ায় অপরটি দিয়ে গাজীপুর থেকে রাজধানীতে প্রবেশ করলেও রাজধানী থেকে গাজীপুরগামী যানবাহনকে বিআরটি প্রকল্পের উড়াল সেতু ব্যবহার করতে হবে।

অপরদিকে আব্দুল্লাহপুর -আশুলিয়া সড়ক ব্যবহার করে যানবাহন ঢাকা-গাজীপুর ও গাজীপুর-ঢাকায় প্রবেশ করতে পারছে না।  কামাড়পাড়া-টঙ্গী অংশে জোড় ইজতেমাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করায় সড়কটিতে ভারি যান চলাচল বন্ধ রয়েছে। 

সড়ক ও জনপদের টঙ্গী সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, গত কয়েক বছর আগে তুরাগ নদের ওপর তিনটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। দুইটি দিয়ে ভারি যানবাহন ও ভেঙ্গে পড়া ব্রিজটি দিয়ে তুলনামূলক হালকা ও জনসাধারণের পাঁয়ে হেঁটে চলাচলের জন্য নির্মাণ করা হয়।

বেইলি ব্রিজ তিনটির ওপর বিআরটি প্রকল্পের উড়াল সেতু রয়েছে। গত কয়েক মাস যাবত ঢাকা থেকে গাজীপুরমুখী একটি বেইলি ব্রিজে যানচলাচল বন্ধ করে দেয় বিআরটি প্রকল্পের সংশ্লিষ্টরা। ইতিপূর্বে আমরা যানবাহনের চালকদের সতর্ক করে মহাসড়কের পাশে একটি নির্দেশনা বোর্ড ঝুলিয়েছিলাম। 

ব্রিজ তিনটি নির্মাণের পর আমরা বিআরটি প্রকল্পের কাছে হস্তান্তর করি। তবে দেখভালের দায়িত্বে উভয়েই রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com