পতিত আওয়ামী লীগের শাসনামলে বিগত ১৫ বছরে গুমের একটি মামলায় রাঙ্গামাটি ট্রেনিং সেন্টারের ও র্যাব-২-এর সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে আগামী ২ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের বিচারিক প্যানেল আজ এ আদেশ দেন।
এর আগে ওই আগে র্যাবের ওই দুই কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরে পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ ট্রাইব্যুনালের আদেশের বিষয়টি জানান।