শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

রোনালদোর ৯০৬, পর্তুগালের টানা তৃতীয় জয়

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে

ম্যাচটা ছিল রোনালদো বনাম রবার্ট লেওয়ানডস্কির। উয়েফা নেশন্স কাপে শনিবার রাতে পোল্যান্ডে ওয়ারশয় স্বাগতিকদের মুখোমুখি হয়েছিলো রোনালদোর পর্তুগাল। স্বাগতিক হয়েও পর্তুগালের ওপর কোনো প্রভাবই বিস্তার করতে পারেননি পোলিশরা। বরং রোনালদোর গোলে স্বাগতিকদের ৩-১ ব্যবধানে হারিয়ে দারুণ এক জয় তুলে নিলো পর্তুগাল।

ক্যারিয়ারে ১ হাজার তম গোল করার দিতে তীব্র গতিতে ছুটে চলছেন সিআর সেভেন। পোল্যান্ডের বিপক্ষে করলেন ১ গোল। সব মিলিয়ে ক্যারিয়ারে ৯০৬তম গোল করে ফেললেন সৌদি ক্লাব আল নাসরের এ ফুটবলার।

এ নিয়ে দেশের হয়ে টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। রোনালদোছাড়াও পর্তুগালের হয়ে গোল করেন বার্নার্ডো সিলভা। অন্য গোলটি এসেছে আত্মঘাতি থেকে। ইয়ান বেদনারেক নিজেদের জালেই বল জড়িয়েছিলেন। পোল্যান্ডের গোলটি করেন পিওতর জিয়েলিনস্কি।

এ জয়ে ‘এ’ তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিযে শীর্ষে রয়েছে রবার্তো মার্টিনেজের শিষ্যরা। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া। পোল্যান্ডের পয়েন্ট ৩। বাকি দল স্কটল্যান্ড ৩ ম্যাচেই হার, কোনো পয়েন্ট নেই।

ওয়ারশতে শনিবার শুরুতে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে পর্তুগাল। তবে গোলও তারা প্রথমে আদায় করে নেয়। ২৬তম মিনিটে এগিয়ে যায় বার্নার্ডো সিলভার গোলে। ম্যানইউ তারকা ব্রুনো ফার্নান্দেজের হেড পাস পেয়ে বাঁ পায়ের জোরালো শটে পোল্যান্ডের জালে বল জড়ান ম্যানসিটি তারকা সিলভা।

৩৭তম মিনিটে পর্তুগালকে আবারও উল্লাসে ভাসান রোনালদো। তবে গোলটির পেছনে বড় কৃতিত্ব রাফায়েল লিয়াওয়ের। এসি মিলান ফরোয়ার্ড লিয়াওয়ের শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি শটে বল জালে জড়ান সিআর সেভেন। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। আর ১৭ বছর পর পোল্যান্ডের বিপক্ষে হলো তার গোল।

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর মোট গোল সংখ্যা এখন ১৩৩টি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ফুটবলে মোট গোল ৯০৬টি। ২০২৪ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৩৩ গোল হলো পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর।

বিরতির ১০ মিনিটের মধ্যে ব্যবধান আরো বাড়ানোর পরিষ্কার সুযোগ পেয়েছিলেন রোনালদো। বক্সে ফাঁকায় বল পেয়েও শট না নিয়ে ব্রুনো ফার্নান্দেসকে পাস দেন, তবে শট লক্ষ্যে রাখতে পারেননি ম্যানইউর এই মিডফিল্ডার।

সুযোগ পেয়েছিলেন রবার্ট লেওয়াডস্কিও; কিন্তু হেড লক্ষ্যে রাখতে পারেননি বার্সা তারকা। ৭৮তম মিনিটে স্বাগতিকদের হয়ে ইন্টার মিলান মিডফিল্ডার পিওতর জিয়েলিনস্কির গোলে ব্যবধান কমলে কিছুটা আশা জাগে পোল্যান্ডের।

তবে সেই আশা শেষ হয়ে যায় ৮৮ মিনিটে আত্মঘাতি গোলে। গোলমুখে বল আটকাতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন ডিফেন্ডার ইয়ান বেদনারেক। এতেই ৩-১ গোলে হেরে যায় রবার্ট লেওয়ানডস্কির দল। আরেক ম্যাচে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com