মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

পর্যটনমন্ত্রী মঙ্গলবার যাচ্ছেন কক্সবাজার : বিশিষ্ট নাগরিকদের অভিমত, হোটেল শৈবাল ও তৎসংলগ্ন জমি কাউকে ইজারা দেয়া যাবে না

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮
  • ৩২৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, কক্সবাজার ব্যুরো : রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন কক্সবাজারের ঐতিহ্যবাহী পর্যটন মোটেল শৈবাল ও তৎসংলগ্ন জমি কক্সবাজারবাসীর স্বার্থে উন্মুক্ত রাখতে হবে। উন্নয়ন প্রকল্পের নামে মূল্যবান এই জমি কোন গ্রুপ বা কোন ব্যক্তিকে কোনভাবেই লিজ দেওয়া যাবে না। উক্ত জমি পর্যটন করপোরেশনের মালিকানায় ও ব্যবস্থাপনায় রাখতে হবে বলে মতামত ব্যক্ত করেছেন কক্সবাজারের বিশিষ্ট নাগরিকবৃন্দ।
রোববার সন্ধ্যায় পর্যটন করপোরেশনের লাইফ ফিস রেঁস্তোরায় অনুষ্ঠিত কক্সবাজারের বিশিষ্ট নাগরিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উক্ত সভায় মঙ্গলবার কক্সবাজার সফররত নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এর সাথে অনুষ্ঠিতব্য সভায় এই প্রস্তাব তুলে ধরার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় বলা হয়, গত শনিবার কক্সবাজার নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনের খবর জাতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার পর এই বিষয়টি কক্সবাজারের বিশিষ্ট নাগরিকদের সাথে আলোচনার জন্য মন্ত্রী আজ কক্সবাজার আসছেন। এ জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালকে ধন্যবাদ জানানো হয়।
coxbazar hotel shaibal
আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই সভায় উপস্থিত ছিলেন এবং মতামত পেশ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র নুরুল আবছার, কক্সবাজার জেলা জাসদের সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান মাহবুব, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, তোফাইল আহমদ, কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, কক্সবাজার জেলার আইনজীবী সমিতি সাবেক সাধারণ সম্পাদক আয়াছুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আলী জিন্নাত ও সাধারণ সম্পাদক মঈনুল হাসান চৌধুরী পলাশ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সদস্য রাসেল চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান রুবেল প্রমুখ।
উল্লেখ্য ইতোমধ্যে হোটেল শৈবাল ও তৎসংলগ্ন পাঁচ হাজার কোটি টাকার সম্পাদ ওরিয়েন গ্রুপের সাথে মাত্র ৬০ কোটি টাকায় লিজ দেয়ার চুক্তি হতে যাচ্ছে জেনে গোটা কক্সবাজারের মানুষ সোচ্ছার হয়ে উঠেছে। সাংবাদিক, আইনজীবী, সুশীল সমাজ, রাজনীতিবিদ ও পেশাজীবীরা দলমত নির্বিশেষে হোটেল শৈবাল ও এর সংলগ্ন ভূমি লিজ না দেবার পক্ষে অবস্থান নিয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com