সোমবার, ২১ জুলাই ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

ইউরোতে হেভিওয়েটদের লড়াই, কোয়ার্টারেই মুখোমুখি স্পেন-জার্মানি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩২ বার পড়া হয়েছে

থামলো জর্জিয়ার যাত্রা। প্রথমবার ইউরো খেলতে এসেই তারা উপহার দিয়েছিল অসামান্য এক যাত্রার। পর্তুগালকে ২-০ গোলে হারিয়ে, চেক প্রজাতন্ত্রের মতো দলকে বিদায় করে উঠেছিল শেষ ১৬ এর লড়াইয়ে। প্রথমবার খেলতে আসা দলের জন্য এমন এক অর্জন বলার মতোই বটে। কিন্তু সেকেন্ড রাউন্ডে এসেই শেষ হলো এই যাত্রার। 

জার্মানির কোলনে জর্জিয়াকে রীতিমত বিধ্বস্ত করেছে স্পেন। ৪-১ গোলের জয়ে পা রেখেছে কোয়ার্টার ফাইনালে। লুইস দে লা ফুয়েন্তের দল চিরায়ত টিকিটাকার সঙ্গে যোগ করেছে গতিশীল ফুটবল। উইং থেকে আক্রমণের ধার বাড়িয়েছে। লামিনে ইয়ামালের মতো তরুণরা স্পেনের খেলায় যোগ করেছেন বাড়তি মাত্রা। 

জর্জিয়ার বিপক্ষে ম্যাচেও ছিল তেমনই গতিশীল ফুটবলের ঝলক। কোলনে যদিও শুরুতে পিছিয়ে পড়েছিল স্পেন। ১৮ মিনিটে রবিন লে নরমান্দের আত্মঘাতী গোলে পিছিয়ে গেলেও তাতে স্পেনকে কঠিন পরীক্ষায় ফেলা যায়নি। একে একে স্পেনের হয়ে চারটি গোল করেছেন রদ্রি, ফাবিয়ান রুইস, নিকো উইলিয়ামস ও দানি ওলমো। 

স্পেনের এই জয়ে নিশ্চিত হলো কোয়ার্টার ফাইনালের আরেকটি সূচি। ইউরোর প্রথম কোয়ার্টারের এই সূচিকেই বলা যায় ক্ল্যাশ অব টাইটান্স। জার্মানি এবং স্পেন, দুই হেভিওয়েট দল মুখোমুখি হচ্ছে ৫ তারিখের কোয়ার্টার ফাইনালে। এবারের আসরের সবচেয়ে আক্রমণাত্মক এবং সফল দুই দল স্পেন এবং জার্মানি। 

দুই দলই ইউরোতে এসেছে তারুণ্যনির্ভরতা নিয়ে। জার্মানিতে জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজরা আলো ছড়াচ্ছেন। স্পেনের আছেন লামিনে ইয়ামাল, পেদ্রিরা। রাউন্ড অব সিক্সটিনে জর্জিয়ার বিপক্ষে ম্যাচেই দলে ২৭ এর বেশি বয়সের খেলোয়াড় ছিলেন মোটে ৪ জন। আর ত্রিশের বেশি বয়সের খেলোয়াড় কেবল অধিনায়ক মোরাতা আর ডিফেন্ডার দানি কারভাহাল। 

এবারের আসরে সর্বোচ্চ ৩ গোল এসেছে জার্মানির জামাল মুসিয়ালার পা থেকে। সর্বোচ্চ দুই অ্যাসিস্ট আবার স্পেনের লামিনে ইয়ামালের। সবচেয়ে বেশি এক্সপেক্টেড গোল ছিল জার্মানির হাভার্টজের। অন্যদিকে গড়ে গোলমুখে সবচেয়ে বেশি শট স্পেনের দানি অলমোর।

পরিসংখ্যানের ছোট এই তথ্যগুলোই জানান দিচ্ছে রাউন্ড অভ সিক্সটিনের এই পর্ব পর্যন্ত টুর্নামেন্টের সেরা দুই দল স্পেন এবং জার্মানি। গ্রুপপর্ব থেকেও সবচেয়ে বেশি পয়েন্ট তুলেছে এই দুই দলই। গোল করার দিক থেকেও তারাই সবার চেয়ে এগিয়ে। 

এদিনে স্লোভাকিয়াকে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে ইংল্যান্ডও। গ্যারেথ সাউথগেটের দল শেষ আটের লড়াইয়ে খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। সুইসরা এরইমাঝে বিদায় করেছে গত আসরের চ্যাম্পিয়ন ইতালিকে। শেষ আটে সেখানেও জমাট এক লড়াইয়ের প্রত্যাশা করতেই পারেন ফুটবল ভক্তরা। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com