বগুড়ার চাষিরা সরিষা আবাদে দিনকে দিন আগ্রহী হয়ে উঠছেন। চলতি বছরে ৮ হাজারের বেশি হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। মাঠে মাঠে হলুদ সরিষা ফুল। নয়নাভিরাম সৌন্দর্য। ফুলে ফুলে প্রজাপতি-মৌমাছির আনাগোনা।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর জেলার ৩৭ হাজার ৭৭৫ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছিল। এই পরিমাণ জমি থেকে সরিষা উৎপাদন হয়েছিলো ৬০ হাজার ৪৫ মেট্রিক টন। এবার সরিষা চাষের জন্য ৫৩ হাজার ৮১০ হেক্টর জমি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ৪৫ হাজার ৭৩৬ হেক্টর জমিতে সরিষা আবাদ করেছেন কৃষরেরা। জেলার সব কয়টি উপজেলাতেই সরিষা চাষ হয়।
বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মতলুবর রহমান বলেন, উচ্চ ফলনশীল বারী-১৪ এবং বারী-১৫ এই দুই জাতের সরিষা বগুড়ায় বেশি আবাদ করা হয়েছে। আবহাওয়া অনূকুলে থাকলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। গত বছরের তুলনায় এবার ৮ হাজারের বেশি হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে।
তিনি আরও বলেন, একেবারে ব্লক পর্যায়ে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিলো সেটি নিয়ে আমরা এগিয়েছি। ভালো সরিষা উৎপাদনকারী কৃষকদের মধ্যে ৬ জন কৃষককে আমরা নগদ অর্থ এবং পুরষ্কার প্রদান করেছি। আশা করছি আগামী বছর সরিষা চাষের জমি আরো বাড়বে। এতে করে দেশে উৎপাদিত ভোজ্যতেলের পরিমাণও বাড়বে।
বাংলা৭১নিউজ/এসএন