আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে তাঁরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের ২০ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুরের আদেশ দেন। একই সাথে আগামী ২৮ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন।