মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

দীপিকাকে দুই খানের ফোন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
  • ১০৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবিকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা ক্রমেই বাড়ছে। ভারতের রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশসহ বিভিন্ন রাজ্যের রাজনৈতিক সংগঠনগুলো ‘পদ্মাবতী’র মুক্তিকে ঘিরে ক্ষোভ প্রদর্শন করেছে। ছবির মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। রাজস্থানের রাজপুত সংগঠন, উত্তর প্রদেশের ক্ষত্রিয় সমাজ একের পর এক হুমকি দিয়ে চলেছে ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনকে। হরিয়ানার বিজেপি নেতা কুম্ভর সুরজপাল সিং অম্মু ঘোষণা করেছেন, ‘পদ্মাবতী’ ছবির পরিচালক সঞ্জয় লীলা বানসালি এবং নায়িকা দীপিকা পাড়ুকোনের মাথা যে কাটতে পারবে, তাকে ১০ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে। আর এসব হুমকির জেরে দীপিকার মুম্বাইয়ের বাসার পাশাপাশি বেঙ্গালুরুর বাসায়ও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এই সংকটজনক পরিস্থিতিতে বলিউডকে একসঙ্গে রুখে দাঁড়াতে দেখা গেছে। সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাস্তায় নেমে এসেছেন ‘পদ্মাবতী’ ছবির তারকাদের অনুরাগীরা। বলিউডের তিন খানের মধ্যে দুই খান শাহরুখ ও আমির এ সময় দীপিকার পাশে দাঁড়িয়েছেন। জানা গেছে, আমির খান ফোন করে দীপিকার খবর নেন। তাঁদের মধ্যে দীর্ঘ সময় কথা হয়। সব ধরনের কঠিন পরিস্থিতিতে এই বলিউড তারকার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন আমির।

এদিকে শাহরুখ খানও দীপিকাকে ফোন করে খবর নিয়েছেন। শাহরুখ তাঁকে জানিয়েছেন, এসব হুমকি নিয়ে তিনি রীতিমতো দুশ্চিন্তায় আছেন। এই অস্থির ও সংকটময় পরিস্থিতিতে দীপিকাকে শক্তভাবে আর আত্মসম্মানের সঙ্গে দাঁড়িয়ে থাকার জন্য পরামর্শ দেন। শাহরুখের হাত ধরে ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন দীপিকা। সেই হাত এখনো শক্ত করে ধরে আছেন শাহরুখ, সেই বার্তা তিনি পৌঁছে দেন বলিউডের ‘মাস্তানি গার্ল’কে।

‘পদ্মাবতী’ ছবির মুক্তির দিন নিয়ে নানা খবর এখন বলিউডে। জানা গেছে, নতুন বছর ভ্যালেন্টাইন ডের পর ১৬ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে। জনপ্রিয় জ্যোতিষ সঞ্জয় জুমানির মতে, বানসালির এই বিতর্কিত ছবির মুক্তির শুভ দিন আগামী বছর ১২ জানুয়ারি। এদিনে সম্ভব না হলে জানুয়ারি মাসের ১৯ তারিখও ছবিটি মুক্তি পেতে পারে বলে জানান সঞ্জয়।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দুটি সুপারহিট ছবি ‘গোলমাল অ্যাগেইন’ এবং ‘জুড়ুয়া টু’ সঞ্জয় জুমানির নির্ধারিত দিনেই মুক্তি পায়। এমনকি সঞ্জয় লীলা বানসালির সফল ছবি ‘রামলীলা’ মুক্তির দিনও তিনিই স্থির করে দেন। এখন হিন্দি চলচ্চিত্রপ্রেমীরা বহুপ্রতীক্ষিত ছবি ‘পদ্মাবতী’র মুক্তির অপেক্ষায় আছেন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com