বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

সকাল থেকেই ভিড় বাড়ছে বইমেলায়, শিশুদের স্টল-প্যাভিলিয়নে সমাগম বেশি

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬ বার পড়া হয়েছে

মাসের শুরুতেই বইমেলায় যাওয়ার জন্য বায়না ধরেছিল স্কুল পড়ুয়া ছেলে-মেয়ে। নানা কাজে কিছুতেই সময় হয়ে উঠে না। শনিবারে (১৮ ফেব্রুয়ারি) সকালে ঘুম থেকে উঠেই দেখি ছেলে-মেয়ে জামা কাপড় পরে বইমেলা যাওয়ার জন্য তৈরি। পরে তাদের নিয়ে মেলায় গেলাম। অনেক বই কিনে দিলাম। বই পেয়ে ছেলে-মেয়ে খুশি। তাদের এ আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছে। নিজের ছোটবেলার স্মৃতি মনে পড়ছে।

শনিবার সকালে অমর একুশে বইমেলায় গিয়ে এমন অনুভূতি প্রকাশ করেন ধানমন্ডির বাসিন্দা রোকন উদ্দিন। তিনি বলেন, গত বছরও বই মেলায় যাওয়ার জন্য ছেলে মেয়ে আবদার করেছিল। কিন্তু ব্যবসার ব্যস্ততার কারণে সময় হয়নি। বাচ্চাদের মা তাদের নিয়ে গিয়েছিলেন। এবার নিজে গিয়ে যে আনন্দ বা ভালোলাগা কাজ করেছে, পরবর্তীতে আমি নিজেই ছেলেমেয়ে বই মেলায় নিয়ে যাবো।

বাবার কথার সঙ্গে তাল মিলিয়ে মেয়ে নাদিয়া ইসলাম বলেন, আমি ধানমন্ডি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পড়ি। আমার সহপাঠীদের অনেকেই বই মেলা থেকে বিভিন্ন লেখকের বই কিনেছে। প্রতিদিনই তারা নতুন বই নিয়ে ক্লাসে সহপাঠীদের সঙ্গে আলাপ করে। এখন আমরাও বই মেলা থেকে অনেকগুলো বই কিনেছি। আমাদেরও খুব আনন্দ লাগছে।

লালবাগের কাজি রিয়াজ উদ্দিন রোড থেকে মেয়েকে নিয়ে বই মেলায় বই কিনতে গেছেন হুমায়ুন কবীর। তিনি বলেন, তার মেয়ে আজিমপুর গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী। বই মেলার শুরুতেও তারা মেলায় বই কিনেছেন। এখন আবার কিনবেন। বিভিন্ন স্টল ঘুরে বই দেখছেন। কয়েকজন লেখকের বইও তারা কিনেছেন বলে জানান।

অমর একুশে বই মেলার তৃতীয় শনিবার (১৮ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই মেলা প্রাঙ্গণ ছিল পাঠকে সরগরম। এ দিন মেলার দ্বার খোলে বেলা ১১টায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনসমাগম। তবে আজ মেলায় শিশুদের বইয়ের স্টলগুলোতে প্রচুর ভিড় রয়েছে।

এছাড়া মেলার বিভিন্ন স্টল-প্যাভিলিয়নে পছন্দের লেখকদের বই কিনে তাদের অটোগ্রাফ সংগ্রহে ছিল ভক্তদের ভিড়। কেউ কেউ আবার সেলফি তুলতেও ছিলেন ব্যস্ত। কোথাও কোথাও আবার সিরিয়াল দিয়ে নিতে হয়েছে অটোগ্রাফ। আজ মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।

শিশুদের বই বিকি করে বইবাড়ি প্রকাশন। এ প্রকাশনের বিক্রয় কর্মী নাহিদ হাসান বলেন, বইমেলার প্রথম ১০-১২ দিন তেমন বেচাকেনা ছিল না। গত কয়েকদিন ধরে ভালোই বেচাকেনা চলছে। বিশেষ করে বাচ্চাদের বই বেশি বিক্রি হচ্ছে। আজ মেলায় খুদে পাঠকই বেশি দেখা যাচ্ছে।

বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানের একাংশে বসছে বই মেলা। সোহরাওয়ার্দী উদ্যানের উত্তর অংশে বড় প্রকাশনির স্টল বেশি। এসব স্টলেও সকাল থেকে পাঠকদের আনাগোনা বাড়ছে। তাম্রলিপি প্রকাশনীর বিক্রয় কর্মী মশিউর রহমান বলেন, সাধারণত শুক্রবার ও শনিবার বই মেলায় পাঠক বেশি থাকে। আজ অন্যান্য ছুটির দিনের তুলনায় পাঠক অনেকটাই বেশি দেখা যাচ্ছে। বিকেলে আরও বাড়বে। তখন বই বিক্রি আরও বাড়বে বলে আশা করি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com