আগামীকাল শনিবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। এ উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
তিনি বলেন, আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন কেন্দ্র করে আইনশৃঙ্খলাসংক্রান্ত সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। তবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ঝুঁকি বিবেচনায় সম্মেলন কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানসহ তার আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এসব কথা বলেন।
সম্মেলন উপলক্ষ্যে আজ সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। পরে তিনি ব্রিফিংয়ে বলেন, বিশ্বের যত বড় বড় রাজনৈতিক নেতা আছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একাত্তরের পরাজিত শক্তিরা বারবার তার জীবননাশের চেষ্টা করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ অনেক ঘটনাই ঘটেছে। এসব বিষয় সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে।
খন্দকার গোলাম ফারুক বলেন, প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এসবি, র্যাব ও সাদা পোশাকের কর্মকর্তারা কাজ করছেন। তিনি সবসময় ঝুঁকির মধ্যে থাকেন। বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করে পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ