শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

সেনাবাহিনী প্রধানের সাথে থাই প্রতিরক্ষা বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৭ আগস্ট, ২০১৭
  • ২৬১ বার পড়া হয়েছে
থাই প্রতিরক্ষা বাহিনী প্রধান জেনারেল সুরাপং সোয়ানা-অদ্থ আজ সোমবার ঢাকা সেনানিবাসস্থ সেনা সদরদপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

বাংলা৭১নিউজ, ঢাকা: সফররত রাজকীয় থাই প্রতিরক্ষা বাহিনী প্রধানের ঢাকা সেনানিবাসে ব্যস্ত দিন অতিবাহিত থাই প্রতিরক্ষা বাহিনী প্রধান জেনারেল সুরাপং সোয়ানা-অদ্থ আজ সোমবার ঢাকা সেনানিবাসস্থ সেনা সদরদপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সুসম্পর্ক, প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পরে, রয়েল থাই প্রতিরক্ষা বাহিনী প্রধান বনানীস্থ নৌসদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় নৌসদরের পিএসওগণ, থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স এ্যাটাশে, উক্ত প্রতিনিধি দলের উর্ধ্বতন কর্মকর্তাসহ নৌসদরের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তিনি নৌপ্রধানের সাথে কিছু সময় অতিবাহিত করেন এবং পারস্পারিক কুশল বিনিময় করেন। এসময় তাঁরা পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর আগে, জেনারেল সুরাপং সোয়ানা-অদ্থ নৌসদরে এসে পৌঁছালে সহকারী নৌ প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন তাঁকে স্বাগত জানান।

থাই প্রতিরক্ষা বাহিনী প্রধান এর নেতৃত্বে প্রতিনিধি দলটি বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন।

এর আগে, থাই প্রতিরক্ষা বাহিনী প্রধান ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স¥ৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর, সেনাকুঞ্জে তাঁকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল “গার্ড অব অনার’ প্রদান করে। সেখানে তিনি একটি গাছের চারা রোপন করেন।

উল্লেখ্য, জেনারেল সুরাপং সোয়ানা-অদ্থ এর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলটি তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত ০৬ আগস্ট ঢাকায় আগমন করেন। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মোঃ আব্দুস সালাম খান।

সফরকালে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করবেন। প্রতিনিধিদলটি বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন শেষে আগামীকাল ০৮ আগস্ট ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

বাংলা৭১নিউজ/প্রেস বিজ্ঞপ্তি:আইএসপিআর/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com