তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন ‘ই’ ও ‘জি’তে ৪০৯ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ওয়েলহেড কম্প্রেসর স্থাপনের কাজ পেয়েছে সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠান।
বুধবার (২৭ জুলাই) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক সাংবাদিকদের জানান, আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২২তম সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রয় কমিটির অনুমোদনের জন্য ছয়টি প্রস্তাব উপস্থাপন করা হয়।
প্রস্তাবনাগুলোর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি, কৃষি মন্ত্রণালয়ের একটি, খাদ্য মন্ত্রণালয়ের একটি, শিল্প মন্ত্রণালয়ের একটি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ছয়টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ দুই হাজার ৩০৮ কোটি ৫২ লাখ ৩২ হাজার ১৩৫ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে এক হাজার ১০৯ কোটি ৮৩ লাখ ৯৪ হাজার ৬৩৫ টাকা এবং দেশীয় ব্যাংকঋণ এক হাজার ১৯৮ কোটি ৬৮ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
অতিরিক্ত সচিব বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড কর্তৃক তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন ‘ই’ ও ‘জি’তে ওয়েলহেড কম্প্রেসর স্থাপনের কাজ কনসোর্টিয়াম অব সিঙ্গাপুরের জিকম ইকুপমেন্ট প্রাইভেট লিমিটেড এবং যুক্তরাষ্ট্রের এজি ইকুইপমেন্ট কোম্পানির কাছ থেকে ৪০৯ কোটি ৮০ লাখ ৯৮ হাজার ৮০৮ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় অনুমোদিত অন্য প্রস্তাবগুলো হলো- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কর্তৃক ‘সিলেট ১০ নম্বর কূপ (অনুসন্ধান কূপ) খনন’ প্রকল্পের কূপ খনন অপারেশন, মালামাল, তৃতীয় পক্ষীয় প্রকৌশল সেবা ও পূর্তকাজ চীনের সিনোপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিসেস করপোরেশনের কাছ থেকে ১৪৯ কোটি ১০ লাখ ৭৭৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়।
এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ‘গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় ৯ তলা অফিস ভবন ও ১০ তলা আবাসিক ভবন নির্মাণের পূর্তকাজ যৌথ উদ্যোগ পায়েল, এনডিই এবং মীর আক্তারের কাছ থেকে ৩২৭ কোটি ১৫ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ