সোমবার, ১২ মে ২০২৫, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

গহিন অরণ্যে দেখা মেলে হামহাম ঝরনার

মৌলভীবাজার প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৫৪ বার পড়া হয়েছে

বন্ধুর পথ পেরিয়ে গহিন অরণ্যে দেখা মেলে হামহাম ঝরনার। প্রায় ১৬০ ফুট উঁচু পাহাড়ের ওপর থেকে অবিরাম পাথরের গায়ে পড়ছে হামহামের স্বচ্ছ পানির ধারা। নয়নাভিরাম এই দৃশ্য সহজেই দৃষ্টি কাড়ে পর্যটকদের। জলকন্যা হামহামের অবস্থান মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা সীমান্তের গহিন অরণ্যে।

রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা বন বিট এলাকার এই ঝরনাকে চিতা ঝরনাও বলা হয়। কমলগঞ্জের একেবারে শেষ গ্রামের নাম কলাবনপাড়া, যেটি তৈলংবাড়ী নামেও পরিচিত। বলতে গেলে এরপর তেমন কোনো জনবসতি নেই। এখান থেকেই শুরু হয় হামহাম যাওয়ার মূল অভিযান। যাওয়ার জন্য বনের ভেতর দুটি পথ আছে।

বনের শুরুতেই হাতের ডান ও বাঁ দিকে পাশাপাশি পথ দুটির অবস্থান। একটি যাওয়ার এবং অন্যটি ফিরে আসার। ডানের পথ দিয়ে ঢুকে বাঁ দিক দিয়ে বের হওয়াই ভালো। কারণ ডানের পথটা দীর্ঘ এবং অনেক উঁচু টিলা পার হতে হয়।

হামহাম যেতে গাইড নেওয়াই ভালো। কারণ প্রথমবার গেলে রাস্তা ভুল করার আশঙ্কা থাকে। ছড়া ও টিলা মিলিয়ে প্রায় দেড় ঘণ্টার ট্রেইল পাড়ি দিয়ে দেখা মেলে হামহামের। এর আগে দুই চোখের সামনে ভেসে উঠবে পাহাড় থেকে ধোঁয়ার মতো ঘন কুয়াশার অপূর্ব দৃশ্য। মনে হবে, নয়নাভিরাম পাহাড় হাতছানি দিয়ে ডাকছে। হাঁটতে হাঁটতে একসময় ঝরনাধারার শব্দ পাওয়া যায়। কাছে যাওয়ামাত্র প্রাণচাঞ্চল্য বেড়ে যায়। প্রশান্তিতে মন ভরে যায়।

ঢালু ও পিচ্ছিল পাহাড়ি পথ বেয়ে ওপরে ওঠা কষ্টকর হলেও তুলনামূলক সহজ। কারণ নিচে নেমে আসা বিপজ্জনক। খুব সতর্কতার সঙ্গে নামতে হয়। প্রায় সাড়ে চার ঘণ্টা পর ফেরা যাবে কলাবনপাড়ায়। ভ্রমণপিপাসু মানুষ কমলগঞ্জ অথবা শ্রীমঙ্গল শহর থেকে যানবাহন ভাড়া করে ভোর ৬টার মধ্যেই হামহামের উদ্দেশে রওনা শুরু করে।

স্থানীয়রা বলেন, এই ঝরনায় পর্যটকদের যাতায়াতে সরকার সব ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করলে মৌলভীবাজার জেলা তথা বৃহত্তর সিলেট বিভাগের অন্যতম পর্যটন এলাকায় রূপান্তরিত হবে হামহাম।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com