মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

ধলেশ্বরীর ভাঙনে নদীপারের মানুষ দিশেহারা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ১৩২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, টাঙ্গাইল: যমুনায় তীব্র ভাঙনের পর এবার শুরু হয়েছে ধলেশ্বরীতে ভাঙন। শুরুতে যমুনার ভূঞাপুরে বেশ কিছু এলাকা ও টাঙ্গাইল সদরের মাহমুদনগর এলাকার কিছু অংশ নদীগর্ভে চলে যায়। যমুনা ও ধলেশ্বরী নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার ধলেশ্বরী নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে।

গত এক সপ্তাহের ব্যবধানে নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া বাজারের কমপক্ষে ৩৭টি দোকান ঘর, একটি শিক্ষা প্রতিষ্ঠান, চারটি মন্দির ও শশ্মানসহ অর্ধশতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বহু আবাদি জমি ও গাছপালা ইতোমধ্যে ধলেশ্বরী নদীর গর্ভে চলে গেছে। ভাঙনের মুখে রয়েছে কেদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়, উপ-স্বাস্থ্যকেন্দ্র ও পোস্ট অফিসসহ দুই শতাধিক পরিবারের বসতবাড়ি।

ক্ষতিগ্রস্ত এসব পরিবার এখন দিশেহারা হয়ে পড়েছে। এছাড়া ভাঙন কবলিত এলাকার এসব লোকজন আতঙ্কে এখন নির্ঘুম রাত কাটাচ্ছে। ভাঙনের হাত থেকে রক্ষায় বাড়িঘর, আসবাবপত্র ও গবাদি পশুসহ মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছে। প্রতি বছর ধলেশ্বরী নদীর ভাঙনে মোকনা ইউনিয়নের কেদারপুর আগদিঘুলিয়ার বিস্ত্রীর্ণ এলাকা ভাঙনের কবলে পড়লেও ভাঙন প্রতিরোধে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিন ভাঙন কবলিত এলাকায় গিয়ে দেখা যায়, গোবিন্দপুর, ঘুনি পংবরটিয়া, মোকনা, কেদারপুর, আগদিঘুলিয়া গ্রামে ধলেশ্বরী নদীর ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ভাঙন কবলিত এলাকার শত শত একর আবাদি জমি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন কবলিত এলাকা কেদারপুর আগদিঘুলিয়া গ্রামের ভিটেমাটি হারা মানুষের দুর্ভোগের শেষ নেই। তড়িঘরি করে তারা গাছ বাঁশ কেটে নিচ্ছে।

টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য সাইদা ইয়াসমিন শিউলী বাংলা৭১নিউজ-কে জানান, ধলেশ্বরী নদীর ভাঙনে নতুন করে পাঁচটি গ্রামে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়ে ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে আগদিঘুলিয়া বাজার, সাধন একাডেমি, চারটি কালীমন্দির, একটি শশ্মান এবং শত শত একর আবাদী জমি। হুমকির মুখে পড়েছে বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়, কেদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি পোস্ট অফিসসহ দুই শতাধিক পরিবারের বসতবাড়ি। দ্রুত সময়ের মধ্যে ভাঙন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না হলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে সরকারি বেসররকারি স্থাপনাসহ দুই শতাধিক বসতবাড়ি।

image-40752

সাধন একাডেমির পরিচালক অরুন চৌধুরী জানান, ৫৪ শতাংশ জমির ওপর নির্মিত তার শিক্ষা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নদীগর্ভে চলে গেছে। এতে তার প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। অপর ক্ষতিগ্রস্ত আনন্দ সাহা জানান, তার চারটি দোকান ঘরসহ বসতবাড়ি হারিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।

আগদিঘুলিয়া গ্রামের কানাই মন্ডল, সুবল মন্ডল, রতন মন্ডল, অন্তর মন্ডল, বংশি সাহা, নারায়ন সাহা ও হুটু শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘরবাড়ি, আবাদি জমি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন যাপন করছি। এখন পর্যন্ত সরকারি এমনকি বেসরকারি কোনো সাহায্য সহযোগিতা আমরা পাইনি।

এদিকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম এমপি গত শুক্রবার মোকনা ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পূলক কান্তি ক্রবর্তী বলেন, চলতি মাসের সমন্বয় সভায় আলোচনা করে এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে দেলদুয়ার উপজেলার এলাসিন এলাকার গাছ কুমুল্লী, লাউহাটীর পাচুটিয়া, আটিয়ার গড়াসিন ও দেওলীর ধলেশ্বরী সংলগ্ন এলাকায় ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে। ভাঙন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনসহ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম এমপি।

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদত হোসেন কবির জানান, নদীভাঙন এলাকা পরিদর্শন করেছি। যথাযথ ব্যবস্থা নিতে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে লিখিতভাবে জানিয়েছি।

বাংলা৭১নিউজ/এআরআই

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com