শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

বিনিয়োগে সুদিন ফিরেছে মোংলা ইপিজেডের

বাগেরহাট প্রতিনিধি:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৩৮ বার পড়া হয়েছে

দেশি-বিদেশি বিনিয়োগে সুদিন ফিরেছে বাগেরহাটের মোংলা ইপিজেডের। রাস্তাঘাট ও অবকাঠামোগত সুযোগ-সুবিধার দোহাই দিয়ে একসময় মুখ ফিরিয়ে নেওয়া মোংলা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ইপিজেড) আবার ফিরেছেন বিনিয়োগকারীরা। এ ইপিজেডে বিনিয়োগ বাড়ায় গত পাঁচ বছরে দ্বিগুণের বেশি উৎপাদিত পণ্য রপ্তানি বেড়েছে।

বিশেষ প্রণোদনা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ার পাশাপাশি ব্যাপক প্রচারের কারণেই সুদিন ফিরেছে। মোংলা ইপিজেড কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন। মোংলা ইপিজেডের মহাব্যবস্থাপক মাহবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ‘বাগেরহাটের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তনের লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে এ ইপিজেড প্রতিষ্ঠা করেন।

৩০৩ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ ইপিজেডে ২৫৪টি শিল্প প্লট তৈরি করে অধিকাংশ ইতোমধ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে অন্য ইপিজেডের চেয়ে ভালো ব্যবধানেই এগিয়ে গেছে মোংলা। গত অর্থবছরে এ ইপিজেড থেকে ৯২৯ দশমিক ৮৮ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে; যা গত পাঁচ অর্থবছরের তুলনায় ৪৫ শতাংশ বেশি। এ সময় কর্মসংস্থান বেড়েছে ৮ হাজার ২০৯ জনের। এর ৬১ শতাংশই নারী।’

মোংলা ইপিজেডের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, ‘এ ইপিজেডে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বেপজার পক্ষ থেকে অনেক প্রণোদনা কার্যকর রয়েছে। অন্যান্য ইপিজেডের তুলনায় মোংলার জমি ও ভবন ভাড়া প্রায় অর্ধেক। ঢাকা, চট্টগ্রাম, কর্ণফুলী, আদমজী ও কুমিল্লা ইপিজেডে যেখানে বছরে প্রতি বর্গমিটার জমির ভাড়া ২ দশমিক ৫০ ডলার, সেখানে মোংলা ইপিজেডের জমি ভাড়া ১ দশমিক ৪০ ডলার। একইভাবে অন্য ইপিজেডগুলোয় বেপজা স্ট্যান্ডার্ড কারখানা ভবনের বর্গমিটারপ্রতি ভাড়া মাসে ৩ দশমিক ডলার, অথচ মোংলা ইপিজেডের ভাড়া ১ দশমিক ৭৫ ডলার।’

বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর বলেন, ‘প্রথম দিকে পিছিয়ে পড়া মোংলা ইপিজেডকে এগিয়ে নিতে গৃহীত পদক্ষেপের কারণে এখন সুফল আসা শুরু করেছে। আধুনিক সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নের ফলে এ ইপিজেডে বর্তমানে ৩৪টি প্রতিষ্ঠান উৎপাদনে রয়েছে। আরও আটটি প্রতিষ্ঠান উৎপাদন শুরুর অপেক্ষায়।

বাংলা৭১নিউজ/এমকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com