সোমবার, ১২ মে ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

নারীরা যে ৫ কারণে পুরুষের প্রতি আগ্রহ হারায়

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৫১ বার পড়া হয়েছে

একটি সম্পর্ক ভেঙে যাওয়া কারও কাম্য নয়। এ কারণেই দুজন মানুষ শত বাঁধা বিপত্তির সম্মুখীন হয়েও একে অপরের হাত ধরে রাখেন। তবে সব সম্পর্ক তো পরিণতি পায় না। আবার অনেক সম্পর্ক পরিণতি পাওয়ার পরেও ভেঙে যায়।

এক্ষেত্রে অনেক পুরুষই নিজেকে প্রশ্ন করেন, ‘সে কি আমাকে আর ভালোবাসে না?’ যখন কোনো প্রেমিকা বা স্ত্রী তার প্রেমিক বা স্বামীর প্রতি আগ্রহ হারায় তখন পুরুষের মনে এমন প্রশ্ন আসতে পারে।

একটি সম্পর্ক ধরে রাখতে নারী-পুরুষ দুজনেরই সমান অবদান রাখা উচিত। তবে দায়িত্বহীনতা ও যত্নশীলতার অভাবে অনেক নারীই তার পুরুষ সঙ্গীর প্রতি আগ্রহ হারায়।

কখনো কখনো এটি অনিয়মিত যোগাযোগের কারণেও হতে পারে। আরও কয়েকটি কারণে পুরুষের প্রতি আগ্রহ হারায় নারীরা-

>> যদি কোনো নারী তার পছন্দের পুরুষকে খুঁজে পান, সেক্ষেত্রে তিনি বর্তমান প্রেমিক বা স্বামীর প্রতি আগ্রহ হারাতে পারেন। এক্ষেত্রে যদি ওই নারী তার বর্তমান সঙ্গীর কাছে নিজের পছন্দ, চাহিদা ও মতামতের মূল্যায়ন না পান, সেক্ষেত্রে তিনি নতুন সঙ্গীর (যিনি কি না তার সব বিষয়েও খোঁজ রাখেন) প্রতি আগ্রহ দেখান।

>> অনেক নারীই ক্যারিয়ার, পরিবার ও ভবিষ্যতের কথা চিন্তা করে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। এক্ষেত্রে নিজের স্বার্থ না দেখে বরং ওই নারী প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেন কিংবা পরিবারকে খুশি রাখতেই এমন সিদ্ধান্ত নেন। ফলে তিনি পুরুষ সঙ্গীকে অবহেলা করে চলেন।

>> এ ছাড়াও যখন কোনো সম্পর্কের মধ্যে খুব বেশি অশান্তি হয়, তখন ওই সঙ্গীর প্রতি আস্থা হারান নারীরা। শুধু মারামারিই নয় বরং মানসিক নির্যাতনের কারণেও পুরুষের প্রতি অনেক নারীই আগ্রহ হারান।

>> আবার অনেক নারীই সম্পর্কে জড়ানোর পর ভাবেন, খুব দ্রুতই এমন সম্পর্কে জড়িয়েছেন যা তার জন্য ঠিক হয়নি। এমন ধারণা থেকেই অনেক নারী তার প্রেমিক পুরুষের প্রতি আগ্রহ হারান ও পরবর্তীতে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন।

>> যদি কোনো পুরুষ তার নারী সঙ্গীর অনিচ্ছা স্বত্ত্বেও ঘনিষ্ট হতে চান, সেক্ষেত্রে ওই পুরুষের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেন নারী। এমন পুরুষের প্রতিও নারীরা আগ্রহ হারান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বাংলা৭১নিউজ/বিএফ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com