সিলেটের কানাইঘাটে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরাপূর্ব গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মাওলানা ফখর উদ্দিন (৭০) ও তার নাতি আরিফুল ইসলাম (৮)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, বিদ্যুৎস্পৃষ্টে দাদা ও নাতির মৃত্যুর খবরে বিক্ষুব্ধরা পল্লী বিদ্যুতের কানাইঘাট জোনাল অফিস ঘেরাও করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে ঝড়ে ওই গ্রামের মাওলানা ফখর উদ্দিনের বাড়ির পাশে পল্লী বিদ্যুতের একটি মেইন লাইন ছিঁড়ে সড়কে পড়ে থাকে। মাওলানা ফখর উদ্দিন বিদ্যুৎ অফিসে ফোন করে তার ছেঁড়ার বিষয়টি জানান। এরপর সকাল পর্যন্ত বিদ্যুতের লাইন মেরামত করা হয়নি।
সকালে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম স্কুল থেকে বাড়ি ফেরার সময় বিদ্যুতের ওই ছেঁড়া তারে জড়িয়ে পড়ে। নাতিকে এ অবস্থায় দেখে মাওলানা ফখর উদ্দিন বাঁচাতে গেলে উভয় বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে দাদা-নাতির মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুতের কানাইঘাট জোনাল অফিস ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করে।
বাংলা৭১নিউজ/এএফ