শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

‘আমাকে ছেড়ে দাও’, জুভেন্টাসের কাছে রোনাল্ডোর মিনতি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৫৫ বার পড়া হয়েছে

জুভেন্টাস ছাড়তে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো – কিছুদিন আগেই এমন গুঞ্জনে জল ঢেলে দিয়েছিলেন পর্তুগিজ ফুটবলের যুবরাজ নিজেই। পুরোপুরি অস্বীকার করেছিলেন গুঞ্জন।

কিন্তু সপ্তাহ ঘুরতেই জানা গেল, গুঞ্জনটাই সত্য ছিল। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোনাল্ডো ইতালি ছাড়তে ইচ্ছুক। নতুন ক্লাবের খোঁজে তার এজেন্ট হোর্হে মেন্দেজ বেরিয়েও পড়েছেন। আর জুভেন্টাসও তাকে বিক্রি করতে ইচ্ছুক।  তবে সেটা হতে হবে তাদের শর্তে।

জুভেন্টাসের সঙ্গে রোনাল্ডোর চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে। কিন্তু এরইমধ্যে তুরিন ছাড়তে ব্যাকুল হয়ে উঠেছেন সিআর সেভেন।

কিন্তু মাঝপথে ক্লাব ছেড়ে দিতে চাওয়ায় যেসব শর্ত বেঁধে দিয়েছে জুভেন্টাস, তাতে বিষয়টি জটিল হয়ে দাঁড়াচ্ছে।

এমন পরিস্থিতিতে ক্লাব কর্মকর্তাদের কাছে রোনাল্ডো আকুল আবেদনে বলেছেন – আমাকে ছেড়ে দাও তোমরা।

দলবদলবিষয়ক নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো তার টুইট পোস্টে এমনটাই জানিয়েছেন।

 

সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, জুভেন্টাস সতীর্থদের কাছে বিদায়ও নিয়ে নিয়েছেন রোনাল্ডো। তার এজেন্ট হোর্হে মেন্দেজ ম্যান সিটির কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছেন। 

জুভেন্টাসের সবশেষ ম্যাচে উদিনেসের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না তিনি।  জানা গেছে, একাদশে না রাখার জন্য কোচ কার্লো অ্যানচেলত্তিকে নিজেই অনুরোধ জানিয়েছিলেন রোনাল্ডো।

এম্পোলির বিপক্ষে আগামী ম্যাচেও রোনাল্ডোকে দেখা যাবে না বলে জানিয়েছেন রোমানো।

যে কোনো মূল্যে ম্যান সিটিতে যেতে ইচ্ছুক রোনাল্ডো।

ইনডিপেনডেন্টের প্রধান ফুটবল প্রতিবেদক মিগেল ডেলানি জানিয়েছেন, সিটিতে রোনাল্ডো সপ্তাহে ২ লাখ ৫০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা) বেতনের একটি প্রস্তাবনার কথা শোনা যাচ্ছে। অর্থাৎ মাসে ১০ লাখ পাউন্ড বা বছরে ১২০ লাখ পাউন্ড। যা বাংলাদেশি ১৪০ কোটি ৪৬ লাখ টাকা।

এদিকে স্প্যানিশ স্পোটর্স ডেইলির দাবি, ম্যানসিটি থেকে রোনাল্ডোকে বছরে ১৫ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি ১৫০ কোটি টাকা) প্রস্তাব দেওয়া হচ্ছে, যা তুরিনে পাওয়া তার বেতনের অর্ধেক। জুভেন্টাসে রোনাল্ডো বছরে পেয়েছেন ৩১ মিলিয়ন ইউরো। 

যাইহোক ইউরোপের প্রায় সব গণমাধ্যমের দাবি, ম্যান সিটি রোনাল্ডোকে ১৫ মিলিয়নের বেশি বেতনের প্রস্তাব দিচ্ছে না।

এদিকে গত ১০ আগস্ট ৩৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মূদ্রায় প্রায় ৩৫০ কোটি টাকা) বেতনে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। 

সে অর্থে মেসির অর্ধেকেরও কম বেতনে কোনো ক্লাবে যোগ দিতে চলেছেন রোনাল্ডো!

জানা গেছে, এতেই রাজি হয়ে যেতে পারেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। আরো একটি চ্যাম্পিয়ন্স লিগ জেতার নেশায় নাকি এমন সিদ্ধান্ত নিতে চাইছেন পর্তুগিজ যুবরাজ।

প্রসঙ্গত, ২০১৭ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান রোনাল্ডো। যদিও সেরিআয় তুরিনের ক্লাবটিকে বড় কোনো সাফল্য এনে দিতে পারেননি বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। তার লক্ষ্য আরো একবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা। তাই ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবে ভিড়তে চাইছেন সিআর সেভেন।

বাংলা৭১নিউজ/এসএফ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com