জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাহিদুজ্জামান ফারুকের মৃত্যুর সংবাদ প্রকাশ করেছেন। পাশাপাশি দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে গভীর শোক জানিয়েছেন।
জাতীয় প্রেসক্লাব সূত্রে জানা গেছে, আজ বাদ আসর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জাহিদুজ্জামান ফারুকের জানাজ অনুষ্ঠিত হবে।জানাজা শেষে তাঁর মরদেহে শ্রদ্ধা জানানো হবে। প্রেসক্লাব ছাড়াও জাহিদুজ্জামান ফারুক ছিলেন অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্য। সাংবাদিকতা–জীবনের দীর্ঘ সময় তিনি ইত্তেফাকে কাজ করেছেন।
তাকে নিকুঞ্জে বাদ এশা জানাজা শেষে দাফন করা হবে।