পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার করোনা থেকে মানুষকে বাঁচাতে দিনরাত পরিশ্রম করছে। সরকার স্বাস্থ্য খাতে অগ্রাধিকার ভিত্তিতে ব্যয় করছে। কেননা প্রধানমন্ত্রী বলেছেন এখন প্রধান কাজ মানুষের জীবন রক্ষা করা।
শনিবার (১৪ আগস্ট) সকালে সুনামগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর স্মরণে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে ‘বঙ্গমাতা অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
বর্তমানে বাংলাদেশে আধুনিকতার উন্নয়ন চলছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, সময় পালটাচ্ছে, সময়ের গতি কেউ আটকাতে পারবে না, আমাদের মধ্যে আধুনিকতা উদ্ভব হচ্ছে। আধুনিকতা মানে হলো সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আধুনিক হচ্ছে।
বঙ্গমাতা অক্সিজেন সেবা চালুর জন্য ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ছাত্রলীগের জন্ম আওয়ামী লীগের আগে, এটা বিশাল ব্যাপার। তবে তার মানে এই নয় যে তারা আওয়ামী লীগ থেকে বড়।
জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন সহ আরও অনেকে।
বাংলা৭১নিউজ/সিএফ